IPL Auction 2025 Live

Coronavirus Cases In India: ৬ হাজারের ঊর্ধ্বে দৈনিক সংক্রমণ, দেশে ফের সক্রিয় কোভিড

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৬ হাজার ৫৯৪ জন।

Corona (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ১৪ জুন: মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৬ হাজার ৫৯৪ জন। সবমিলিয়ে দেশে শুরু থেকে এখনও পর্যন্ত কোভিড রোগের কবলে পড়েছেন ৪ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬৯৫ জন। অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে ৫০ হাজার ৫৪৮। যেখানে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে অ্য়াক্টিভ রোগী বেড়েছে ২ হাজার ৫৫৩ জন। করোনাকে হারিয়ে এতদিনে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৩৭০ জন। মৃত্যুর হার ১.২১ শতাংশ। দেশজুড়ে কোভিড রুখতে চলছে টিকা অভিযান। এখনও র্যন্ত টিকা পেয়েছেন দেশের ১৯৫.৩৫ কোটি জনতা।

২০২০-র ৭ আগস্ট ২০ লাখের গণ্ডী পেরিয়ে যায় বারতে করোনা আক্রান্তের সংখ্যা। ওই বছরেই ২৩ আগস্ট ৩০ লাখের গণ্ডী পেরোয় পরিসংখ্যান। ৫ সেপ্টেম্বর ৪০ লাখ ছাড়িয়ে যায়। এবং ১৬  সেপ্টেম্বর ৫০ লাখের গণ্ডী অতিক্রম করে। ১১ অক্টোবর ৭০ লাখ ছুঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা। এরপর ২৯ অক্টোবর ৮০ লাখ। এবং ২০ নভেম্ব ৯০ লাখ। ও ডিসেম্বরের ১৯ তারিখে ভারতে মোট করোনা আক্রান্তের সংক্যা কোটির কোটায় ঢুকে পড়ে। ২০২১-এর ২৩ জুন ৩ কোটি ছাড়িয়ে যায় ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা।

করোনার দৈনিক পরিসংখ্যান