India Readying $2.6 billion U.S. Naval Helicopter Deal: ট্রাম্পের সফরের আগেই মার্কিন সংস্থার থেকে ২৬০ কোটির সেনা হেলিকপ্টারের বরাত চূড়ান্ত করল দিল্লি

President Donald Trump)। তার আগেই সেনা হেলিকপ্টার কেনার ব্যবস্থা পাকা করে ফেলল সাউথ ব্লক। এই সেনা হেলিকপ্টার কিনতে মোট ২৬০ কোটি মার্কিন ডলার খরচ করতে হবে ভারত সরকারকে। মূলত নৌসেনা বাহিনীর ব্যবহারের জন্যই এই ২৪ এমএইচ সিক্সটি ও সি হক হেলিকপ্টার কেনা চলছে। সবমিলিয়ে ভারতীয় মুদ্রায় ১৮ হাজার ৫১৬ কোটি টাকা খরচ হবে। নৌবাহিনীর অনেক জাহাজেই এখন হেলিকপ্টার নেই। মূলত অর্থের অভাবেই হেলিকপ্টার কেনা যায়নি। ২০২০-২১ সালের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৩৯৫ কোটি টাকার বেশি। এই বরাদ্দের পরিমাণ গত বছরের তুলনায় সামান্য বেড়েছে।

ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদি। (Photo Credits: IANS | File)

নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি: লকহিড মার্টিন (Lockheed Martin), এই মার্কিন সংস্থার থেকেই সেনা হেলিকপ্টার কিনতে চলেছে ভারত। চলতি মাসের ২৪ ফেব্রুয়ারি দিল্লি সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (U.S. President Donald Trump)। তার আগেই সেনা হেলিকপ্টার কেনার ব্যবস্থা পাকা করে ফেলল সাউথ ব্লক। এই সেনা হেলিকপ্টার কিনতে মোট ২৬০ কোটি মার্কিন ডলার খরচ করতে হবে ভারত সরকারকে। মূলত নৌসেনা বাহিনীর ব্যবহারের জন্যই এই ২৪ এমএইচ সিক্সটি ও সি হক হেলিকপ্টার কেনা চলছে। সবমিলিয়ে ভারতীয় মুদ্রায় ১৮ হাজার ৫১৬ কোটি টাকা খরচ হবে। নৌবাহিনীর অনেক জাহাজেই এখন হেলিকপ্টার নেই। মূলত অর্থের অভাবেই হেলিকপ্টার কেনা যায়নি। ২০২০-২১ সালের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৩৯৫ কোটি টাকার বেশি। এই বরাদ্দের পরিমাণ গত বছরের তুলনায় সামান্য বেড়েছে।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত আমেরিকা থেকে মোট ১৭০০ কোটি ডলারের প্রতিরক্ষার সরঞ্জাম কিনেছে ভারত। তার আগে মূলত রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনা হত। কিন্তু চিনের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমেরিকা থেকে অস্ত্রশস্ত্র কেনা শুরু হয়। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি আমেরিকা থেকে সি হক হেলিকপ্টার কেনার ব্যবস্থা পাকা করে ফেলবে। এসম্পর্কে ভারতের সঙ্গে চুক্তি হবে ট্রাম্প সরকারের। সরাসরি লকহিড মার্টিন থেকে কিনতে গেলে অনেক সময় লাগত। তাই মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মারফৎ কেনা হবে সি হক। আরও পড়ুন-West Bengal Weather Update: সরস্বতী পুজোর পরেও ফের জমিয়ে ব্যাটিং শীতের, কলকাতায় পারদ পতন

এর আগে চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্যযুদ্ধ নিয়ে ভারত যে অবস্থান নিয়েছিল, তা ট্রাম্পের পছন্দ হয়নি। তাছাড়া ভারতে বিদেশি পণ্যের উপরে বেশি শুল্ক চাপানো নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। ভারতকে তিনি বলেছিলেন ‘ট্যারিফ কিং’। ট্রাম্পের সফরের আগে তাঁর সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে তৎপর কেন্দ্রের মোদি সরকার।