Coronavirus Cases in India: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ২৫,৩২০, মৃত ১৬১
দেশে আশঙ্কা বাড়িয়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫,৩২০ ও মৃতের সংখ্যা ১৬১। সবমিলিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে আছে ১,১৩,৫৯,০৪৮-এ। মোট সুস্থতার হার ১,০৯,৮৯,৮৯৭। ভারতে এখনও সক্রিয় রোগীর সংখ্যায় ২,১০,৫৪৪। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১,৫৮,৬০৭।
নতুন দিল্লি, ১৪ মার্চ: দেশে (India) আশঙ্কা বাড়িয়ে ফের বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫,৩২০ ও মৃতের সংখ্যা ১৬১। সবমিলিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে আছে ১,১৩,৫৯,০৪৮-এ। মোট সুস্থতার হার ১,০৯,৮৯,৮৯৭। ভারতে এখনও সক্রিয় রোগীর সংখ্যায় ২,১০,৫৪৪। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১,৫৮,৬০৭।
সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় ভারত এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রে ২ কোটি ৭৯ লক্ষের বেশি ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৯৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। আরও পড়ুন, ভোটদাতাদের সুবিধার্থে যাবতীয় নির্বাচনী তথ্য সংগ্রহাদি নিয়ে চালু হল বলসুবল মোবাইল অ্যাপ্লিকেশন
সঙ্কটজনক পরিস্থিতি মহারাষ্ট্রের, বাড়ছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ হাজারেরও বেশি। এবছর এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। মৃত্যু হয়েছে ৫৬ জনের। নাগপুরের পর ঔরঙ্গাবাদেও জারি হল সম্পূর্ণ লকডাউন। ঔরঙ্গাবাদে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭,৭৫৫। যার মধ্যে ৫,৫৬৯ টি সক্রিয় রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার মাঝ রাত থেকেই ঔরঙ্গাবাদে জারি হয়েছে লকডাউন।