India-China Border Dispute: গোগরা-হট স্প্রিংস এলাকায় একে অপরের থেকে দূরে সরছে ভারত ও চিন সেনা
ভারত-চিন সীমান্তে বড় পদক্ষেপ। লাদাখের (Ladakh) গোগরা-হট স্প্রিংস (Gogra-Hotsprings) এলাকায় পেট্রলিং পয়েন্ট-১৫ থেকে ভারত (Indian Army) ও চিনের সেনারা (PLA) একে অপরের থেকে আরও দূরে সরে যাওয়া শুরু করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) জানিয়েছে, ভারত-চিন কর্পস কমান্ডার পর্যায়ের (India China Corps Commander Level Meeting) ১৬ তম রাউন্ডের বৈঠকে ঐকমত্যের পরে গোগরা-হটস্প্রিংস এলাকায় ভারতীয় ও চিনা সেনারা সমন্বিত ও পরিকল্পিত উপায়ে সরে যেতে শুরু করেছে, যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থার জন্য সহায়ক।
নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর: ভারত-চিন সীমান্তে বড় পদক্ষেপ। লাদাখের (Ladakh) গোগরা-হট স্প্রিংস (Gogra-Hotsprings) এলাকায় পেট্রলিং পয়েন্ট-১৫ থেকে ভারত (Indian Army) ও চিনের সেনারা (PLA) একে অপরের থেকে আরও দূরে সরে যাওয়া শুরু করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) জানিয়েছে, ভারত-চিন কর্পস কমান্ডার পর্যায়ের (India China Corps Commander Level Meeting) ১৬ তম রাউন্ডের বৈঠকে ঐকমত্যের পরে গোগরা-হটস্প্রিংস এলাকায় ভারতীয় ও চিনা সেনারা সমন্বিত ও পরিকল্পিত উপায়ে সরে যেতে শুরু করেছে, যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থার জন্য সহায়ক।
গত ১৭ জুলাই ভারত ও চিনের মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের ১৬ তম রাউন্ডের বৈঠক হয়েছিল। আরও পড়ুন: Mumbai Shocker: প্রেমিকার পরিবারে নাকচ বিয়ের প্রস্তাব, লাইভে এসে গায়ে আগুন দিল কিশোর
Today, as per consensus reached in 16th round of India China Corps Commander Level Meeting, Indian& Chinese troops in area of Gogra-Hotsprings (PP-15) have begun to disengage in a coordinated&planned way,which is conducive to peace&tranquility in the border areas:Defence Ministry
একাধিক এলাকায় চিনা সেনাবাহিনীর সীমান্ত লঙ্ঘনের জন্য ২০২০ সালের এপ্রিল-মে থেকে ভারত ও চিন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হওয়ার পরে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। সেই থেকেই দুই দেশের সম্পর্কে শীতলতা বজায় রয়েছে।
এর আগে আলোচনার পরে প্যাংগং তসো এবং গালওয়ানের উত্তর ও দক্ষিণ তীর সহ কিছু এলাকা থেকে বিচ্ছিন্ন হয় দুই দেশের সেনা। যদিও এখনও কিছু জায়গায় মুখোমুখি অবস্থানে রয়েছেন সেনারা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)