India - Canada Row: 'জঙ্গিদের নিরাপদ জায়গা হয়ে উঠছে কানাডা', খালিস্তান ইস্যুতে ট্রুডোকে কড়া তোপ ভারতের
ভারতের বিরুদ্ধে কানাডা সরকারের এই অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেও তোপ দাগেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। দিনের পর দিন ধরে কানাডা জঙ্গিদের নিরাপদ জায়গা হয়ে উঠছে বলেও ট্রুডো সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অরিন্দম বাগচি।
দিল্লি, ২১ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগের যে দাবি কানাডর তরফে করা হয়, তা ফের কড়াভাবে নস্যাৎ করে দেওয়া হল বিদেশ মন্ত্রকের তরফে। খালস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের খুনের সঙ্গে ভারত যোগ যে দাবি কানাডার তরফে করা হয়। দিল্লি তার প্রতিরোধ করেছে। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে কানাডা সরকারের এই অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেও তোপ দাগেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। দিনের পর দিন ধরে কানাডা জঙ্গিদের নিরাপদ জায়গা হয়ে উঠছে বলেও ট্রুডো সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অরিন্দম বাগচি।
গোটা বিশ্ব জুড়ে কানাডর যে সুনাম রয়েছে, এবার সেই ছবি ক্রমাগত বদলে যেতে শুরু করেছে বলেও বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে তোপ দাগতে শোনা যায়। আন্তর্জাতিকভাবে কানাডার সুনাম ক্রমশ দুর্নামে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করা হয় বিদেশ মন্ত্রকের তরফে।