COVID-19 Cases in India: করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে পঞ্চমস্থানে পৌঁছল ভারত, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯, ৯৭১ জন

দিন যত এগোচ্ছে ভারতের করোনা পরিস্থিতি হচ্ছে ততটাই ভয়ঙ্কর হচ্ছে। ভারতে এখন প্রায় ২,৪৭,০০০ জন করোনায় আক্রান্ত। যা স্পেনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চমতম করোনভাইরাস-আক্রান্ত দেশে পরিণত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা নতুন করে ৯, ৯৭১ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৭ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার পর মোট সংখ্যা হয়ে দাঁড়ায় ২,৪৬,৬২৮ ও মৃত প্রায় ৭০০০।

করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৭ জুন: দিন যত এগোচ্ছে ভারতের করোনা পরিস্থিতি হচ্ছে ততটাই ভয়ঙ্কর হচ্ছে। ভারতে এখন প্রায় ২,৪৭,০০০ জন করোনায় (Coronavirus) আক্রান্ত। যা স্পেনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চমতম করোনভাইরাস-আক্রান্ত দেশে পরিণত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা নতুন করে ৯, ৯৭১ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৭ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার পর মোট সংখ্যা হয়ে দাঁড়ায় ২,৪৬,৬২৮ ও মৃত প্রায় ৭০০০।

এখনও পর্যন্ত সক্রিয় মামলার সংখ্যা ১,১৯,২৯৩। তবে আশা যোগাচ্ছে সুস্থর হার। মোট সুস্থ হয়েছেন ১,১৯,১৯৩ জন, এদের মধ্যেএকজন অন্য দেশে চলে যান। মোট মৃতের সংখ্যা ৬,৯৯২৯। শনিবার ভারতে করোনার সংখ্যা বেড়ে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ইতালিকে ছাড়িয়ে গেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে যে এখন পর্যন্ত মোট ৪৬,৬৬,৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৪৩৫, মৃত্যু ১৭ জনের

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৬৯ জনের। মোট আক্রান্ত ৮২ হাজার ৯৬৮। গুজরাতে মৃত বেড়ে ১ হাজার ২১৯। আক্রান্ত ১৯ হাজার ৫৯২। রাজধানী দিল্লিতে মৃত ৭৬১। আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৬৫৪। মধ্যপ্রদেশে মৃত্যু ৩৯৯ জনের। আক্রান্ত ৯ হাজার ২২৮। উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ২৫৭। আক্রান্ত ৯ হাজার ৭৩৩।

জম্মু ও কাশ্মীরে নতুন করে ১৪৩ জন করোনা আক্রান্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৬৭। পশ্চিমবঙ্গে সংক্রমিত ৪৩৫ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৩৮। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ১৭ জন। করোনায় মোট মৃতের সংখ্যা ৩১১। কোমরবিডিটিতে মৃতের সংখ্যা ৭২।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now