India-Bangladesh Trade: আজ থেকে পেট্রাপোল সীমান্তে ফের পণ্য পরিবহণের সম্ভাবনা, মানতে হবে নির্দিষ্ট নির্দেশিকা

লকডাউনে গত দু' মাস ধরে বন্ধ ছিল বেনাপোল-পেট্রাপোলের সীমান্ত। দু' দেশের বাণিজ্য মুখ থুবড়ে পড়েছিল। আজ থেকেই পেট্রাপোল সীমান্তে ফের পণ্য পরিবহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জট কাটল ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ‍্যে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, গতকাল পেট্রাপোলের ল‍্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির ম‍্যানেজারকে চিঠি দেন জেলাশাসক। চিঠিতে সুরক্ষা বিধি মেনে সীমান্ত বাণিজ্য শুরু করার কথা বলা হয়েছে।

ট্রাক/ প্রতীকী ছবি । (Photo Credits: Wikimedia Commons)

কলকাতা, ৭ জুন: লকডাউনে গত দু' মাস ধরে বন্ধ ছিল বেনাপোল-পেট্রাপোলের সীমান্ত। দু' দেশের বাণিজ্য মুখ থুবড়ে পড়েছিল। আজ থেকেই পেট্রাপোল (Petrapol) সীমান্তে ফের পণ্য পরিবহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জট কাটল ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ‍্যে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, গতকাল পেট্রাপোলের ল‍্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির ম‍্যানেজারকে চিঠি দেন জেলাশাসক। চিঠিতে সুরক্ষা বিধি মেনে সীমান্ত বাণিজ্য শুরু করার কথা বলা হয়েছে।

সুরক্ষা বিধিতে বলা হয়েছে ১০০ জন চালকের একটি দল তৈরি করা হবে। এদের মধ‍্যে কেউ করোনা সংক্রমিত হলে অন‍্য চালক দেওয়া হবে। সব গাড়ি জীবাণুমুক্ত করা হবে। পিপিই পরে পণ‍্য খালাসের কাজ হবে। সীমান্তে স্বাস্থ্য দফতরের টিমও উপস্থিত থাকবে। এই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছে ল‍্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। ৩০ মে কেন্দ্র সীমান্ত বাণিজ্য চালু করতে বললেও সংক্রমণের আশঙ্কায় পেট্রাপোলে তা শুরু হয়নি। আরও পড়ুন, করোনা আক্রান্ত ২ বিচারক, উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি বিচারকদের সংগঠনের

গতমাসেও সিদ্ধান্ত হয়েছিল দুই দেশকে পণ্য খালাস করতে হবে জিরো পয়েন্টে (Zero Point)। মানতে হবে সামাজিক দূরত্ব। দু'দিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জিরো পয়েন্টে বাণিজ্য শুরু করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে। সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরের মধ্যে দিয়েই হবে মালপত্র ওঠানো নামানোর কাজ। সামাজিক দূরত্ব ও সরকারি সব নিয়ম মেনেই করতে হবে সব কাজ। কিন্তু সেবারও সুরক্ষার কথা ভেবে বন্ধ রাখা হয়।