India-Bangladesh Trade: খুলল পেট্রাপোল, জিরো পয়েন্টে বাণিজ্য চালাবে ভারত-বাংলাদেশ

লকডাউনের জেরে বন্ধ ছিল ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতায়াত। ফলে দীর্ঘদিন বন্ধ ছিল বাণিজ্য। তবে এর মধ্যেই খুলল পেট্রাপোল। ফের চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য। তবে দুই দেশকে পণ্য খালাস করতে হবে জিরো পয়েন্টে। মানতে হবে সামাজিক দূরত্ব। দু'দিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জিরো পয়েন্টে বাণিজ্য শুরু করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে।

ট্রাক/ প্রতীকী ছবি । (Photo Credits: Wikimedia Commons)

পেট্রাপোল, ১ মে: লকডাউনের জেরে বন্ধ ছিল ভারত- বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) দিয়ে যাতায়াত। ফলে দীর্ঘদিন বন্ধ ছিল বাণিজ্য। তবে এর মধ্যেই খুলল পেট্রাপোল (Petrapol)। ফের চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য (India-Bangladesh Trade)। তবে দুই দেশকে পণ্য খালাস করতে হবে জিরো পয়েন্টে (Zero Point)। মানতে হবে সামাজিক দূরত্ব। দু'দিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জিরো পয়েন্টে বাণিজ্য শুরু করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে।

বাংলাদেশ রাজি হওয়ায় চালু হল আমদানি ও রপ্তানির (Import & Export) কাজ। তবে সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরের মধ্যে দিয়েই হবে মালপত্র ওঠানো নামানোর কাজ। সামাজিক দূরত্ব ও সরকারি সব নিয়ম মেনেই করতে হবে সব কাজ। স্থলপথে একমাত্র পেট্রাপোল দিয়েই হয় ভারত-বাংলাদেশ বাণিজ্য। অন্য সময়ে এই বোর্ডের দিয়ে প্রায় সাত-আটশো ট্রাক আসা যাওয়া করে। তবে এইসময় মাত্র ১০ থেকে ১২ টি ট্রাক চালানোরই অনুমতি দেওয়া হয়েছে। আরও পড়ুন, স্বাস্থ্য পরীক্ষা-ই কাল, আশা কর্মীকে চটিপেটা করে ছিঁড়ে নেওয়া হল চুল

ভারত থেকে প্রতিদিন যায় প্রায় ৫০০ টি ট্রাক আর বাংলাদেশ থেকে আসে ২০০ টি। করোনার জেরে বাণিজ্য বন্ধ থাকায় পেট্রাপোলে দু' হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোলে দাঁড়িয়ে ছিল। কীভাবে আর কবে ট্রাক চালানো হবে এই নিয়ে বারবার বৈঠক হয়। অবশেষে চলতি সপ্তাহে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ব্যবায়ীদের এই প্রস্তাব দেওয়া হয়। এরপর চালু হয় পণ্য লোডিং ও আনলোডিংয়ের কাজ।