PM Narendra Modi: ৭২-এ পড়ছেন মোদী, প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্মানো শিশুদের 'সোনার বিশেষ উপহার'
১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন। এইদিন তামিলনাড়ুর আরএসআরএম হাসপাতালে যে শিশুরা জন্ম নেবে, তাদের সোনার আংটি দেওয়া হবে। সদ্যোজাত শিশুদের যে আংটি দেওয়া হবে, তাতে সোনা থাকবে ২ গ্রাম করে। প্রত্যেক ২ গ্রামের আংটির দাম ৫ হাজার।
দিল্লি, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন বিশেষভাবে পালন করবে বিজেপি নেতৃত্ব। প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ৭২-এ পড়ছেন। মোদীর ৭২ বছর যেদিন হবে, সেদিন রাজ্যে যে শিশুরা জন্ম নেবে তাদের সোনার আংটি উপহার দেওয়া হবে। এমনই জানানো হয় তামিলনাড়ুর বিজেপি (BJP) নেতৃত্বের তরফে।
১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন। এইদিন তামিলনাড়ুর আরএসআরএম হাসপাতালে যে শিশুরা জন্ম নেবে, তাদের সোনার আংটি দেওয়া হবে। সদ্যোজাত শিশুদের যে আংটি দেওয়া হবে, তাতে সোনা থাকবে ২ গ্রাম করে। প্রত্যেক ২ গ্রামের আংটির দাম ৫ হাজার। প্রসঙ্গত চেেন্নাইয়ের ওই হাসপাতালে ১৭ সেপ্টেম্বর কমপক্ষে ১৫ থেকে ১৭ জন শিশুর জন্মানোর কথা রয়েছে। সেই অনুযায়ী হিসেব করে প্রত্যেককে সোনার আংটি দেওয়া হবে বলে জানানো হয় তামিলনাড়ুর বিজেপি নেতৃত্বের তরফে।
আরও পড়ুন: Anubrata Mandal: ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই, সুকন্যাকে জিজ্ঞাসাবাদ
এসবের পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ৭২০ কেজি মাছ বিলি করা হবে। প্রধানমন্ত্রী এবার ৭২ বছরে পড়ছেন। সেই উপলক্ষ্যেই ৭২০ কেজি মাছ বিলি করা হবে বলে জানানো হয় সে রাজ্যের বিজেপি নেতৃত্বের তরফে।