Rahul Gandhi Mizoram: মিজোরামে রাহুলকে ঘিরে উচ্ছ্বাস, প্রার্থী ঘোষণার আগে মণিপুর-আদানি নিয়ে তোপ রাগার

ভোটের মুখে মিজোরামে গেলেন কংগ্রেসের শীর্ষ নেতা, সাংসদ রাহুল গান্ধী। মিজোরামে রাহুলের সফর ঘিরে কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষদের মধ্যে উতসাহ ছিল দেখার মত।

Photo Credits: ANI

ভোটের মুখে উত্তর পূর্ব ভারতের রাজ্যে মিজোরামে গেলেন কংগ্রেসের শীর্ষ নেতা, সাংসদ রাহুল গান্ধী। মিজোরামে রাহুলের সফর ঘিরে কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষদের মধ্যে উতসাহ ছিল দেখার মত। মিজোরাম বিধানসভায় ৪০টি আসনের মধ্যে ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন রাহুল। তাঁকে ঘিরে হুড়োহুড়ি পড়ে যায়। সেখানকার একটি মেয়েকে রাহুলকে জড়িয়ে ধরে আবেগে কাঁদতেও দেখা যায়। রাহুল এদনি পরিষ্কার করে দেন, মিজোরামে কারও সঙ্গে জোটে না গিয়ে কংগ্রেস একাই লড়ছে। কংগ্রেসের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লাল শ্বেতা আইজল পশ্চিম ২ আসন থেকে লড়ছেন।

মিজোরামের প্রতিবেশী রাজ্য মণিপুর নিয়ে কেন্দ্রের উদাসিনতার অভিযোগ তুলে এদিন আইজলের ভিড়ে ঠাসা জনসভায় সরব হন রাহুল। সোনিয়া তনয় বলেন, " নরেন্দ্র মোদী আর বিজেপি পরিষ্কার করে দিয়েছে, ওদের মণিপুরের থেকে ইজরায়েল নিয়ে বেশী উতসাহী। তাই গত চার মাস ধরে জ্বললেও মণিপুর নিয়ে একটা শব্দও বলেন না মোদী। জিএসটি এনে ভারতের ছোট ও মাঝারি ব্যবসাকে ধ্বংস করেছে মোদী সরকার এমন অভিযোগও মিজোরামে গিয়ে তুললেন রাহুল।

দেখুন ভিডিয়ো

নোটবন্দির ধাক্কা এখনও বয়ে চলেছে বলে দাবি করেন তিনি। রাহুল কটাক্ষের সুরে বলেন, যদি ভারতের অর্থনীতিকে নিয়ে প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজি বুঝতে না পারেন তাহলে ছোট করে এক শব্দে বলা যায়, 'আদানি'। সবকিছুই করা হচ্ছে ভারতের ওই একজন শিল্পপতিকেই আরও ধনী বানানোর জন্য।