Rahul On Manipur : ভিডিও বার্তায় মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে ফের আক্রমন রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রীকে শুধুমাত্র কিছুসংখ্যক আরএসএস প্রতিনিধিদের প্রধানমন্ত্রী হিসেবে জানান রাহুল গান্ধী

Rahul Gandhi (Photo Credit: Instagram)

মণিপুর (Manipur) নিয়ে বিরোধীদের প্রতিবাদ অব্যাহত সংসদে। সেই আক্রমনের পাল্টা বলতে গিয়ে বিরোধী জোটকে অন্যান্য সন্ত্রাসবাদী কিছু গোষ্ঠীর সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীকেও টুইট করতে দেখা যায়। যেখানে মণিপুর নিয়ে কথা বলতে শোনা যায় রাহুল গান্ধীকে।

এবার আরও এক বার ভিডিও বার্তায় মণিপুর নিয়ে নিজের বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন রাহুল গান্ধী। তিনি জানান যে,"আপনারা জেনে আশ্চর্য হবেন যে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে যাচ্ছেন না এবং এর ব্যাপারে কিছু বলছেন না, কেননা নরেন্দ্র মোদী নির্বাচিত কিছু আরএসএস প্রতিনিধিদের প্রধানমন্ত্রী, মণিপুর নিয়ে ওনার কিছু করার নেই, তিনি জানেন যে তাঁর আদর্শ মণিপুরকে জ্বালিয়ে দিয়েছে। "

লোকসভা ভোটের আগে মণিপুর ইস্যু নিয়ে ক্রমাগত চাপ বাড়াচ্ছেন বিরোধীরা। সংসদে বারবার মুলতুবি ঘোষণা থেকে নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি জানিয়ে সংসদের বাইরে ধর্ণায় বসেছেন আপ সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)। এই পরিস্থিতিতে আবার অনাস্থা প্রস্তাবও আনা হয়েছে বিরোধী ইন্ডিয়া পক্ষের তরফে। কবে মণিপুর নিয়ে যে সহজেই বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিরোধীরা সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে ইন্ডিয়া।