IPL Auction 2025 Live

Video: 'হিন্দুরা একটি বিয়ে করলে, অন্য ধর্মের মানুষদেরও একটি বিয়েই করা উচিত'

কংগ্রেস কখনও কোনও ধর্মের মানুষের বহু বিবাহ বন্ধ করতে চায় না। কংগ্রেস মহিলাদের সম্মান করে না বলেই কখনও দেশে বহু বিবাহ রোধ করতে চায় না বলে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Himanta Bishwasharma (Photo Credit: Twitter)

গুয়াহাটি, ২৩ নভেম্বর: হিন্দুরা (Hindu) যদি একটি বিয়ে করে, তাহলে অন্য ধর্মের মানুষদেরও তাই করা উচিত। ঘরে স্ত্রী, সন্তান থাকা সত্ত্বেও কেন, অন্য ধর্মের মানুষরা ৩,৪টি করে বিয়ে করবে? এবার এমন প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ।  সম্প্রতি এক জনসভায় হাজির হয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, নারীদের সম্মান করা উচিত। নারীদের সম্মান করতেই দেশে বহু বিবাহ বন্ধ করতে হবে। কোনওভাবেই অন্য ধর্মের মানুষদের একাধিক বিয়ে করতে দেওয়া যাবে না। সেই কারণে দেশে একটি নিয়ম চালু করতে হবে। যা শুধুমাত্র বিজেপিই করতে পারে।

কংগ্রেস কখনও কোনও ধর্মের মানুষের বহু বিবাহ বন্ধ করতে চায় না। কংগ্রেস মহিলাদের সম্মান করে না বলেই কখনও দেশে বহু বিবাহ রোধ করতে চায় না বলে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

শুনুন কী বললেন অসমের মুখ্যমন্ত্রী...