Michaung Cyclone: ঘূর্ণিঝড় মিগজাউমের উপর নজরদারি চালাতে উত্তাল সমুদ্রেও তৎপর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, দেখুন তাদের কর্তব্যপরায়ণতার ভিড়িয়ো
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে ভারতের বেশ কয়েকটি রাজ্যে। ইতিমধ্য়ে এর কারণ তামিলনাড়র পরিস্থিত খারাপ। এখন মৃত্যু হয়েছে ১২ জনের। এই পরিস্থিতি সমুদ্রে এর বর্তমান অবস্থা খতিয়ে দেখতে ও আগে থেকে বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি থাকতে উত্তাল সমুদ্রেও কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
ঘূর্ণিঝড় মিগজাউমের (Michaung Cyclone) প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে ভারতের বেশ কয়েকটি রাজ্যে। ইতিমধ্য়ে এর কারণ তামিলনাড়র পরিস্থিত খারাপ। এখন মৃত্যু হয়েছে ১২ জনের। এই পরিস্থিতি সমুদ্রে এর বর্তমান অবস্থা খতিয়ে দেখতে ও আগে থেকে বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি থাকতে উত্তাল সমুদ্রেও কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard )। আরও পড়ুন: Sharmistha Mukherjee On Pranab Mukherjee: সোনিয়া ও রাহুল গান্ধীর জন্য প্রধানমন্ত্রী হতে পারেননি প্রণব মুখোপাধ্যায়! ভিডিয়োতে শুনুন প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ের বিস্ফোরক অভিযোগ
সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের যাতে কোনও রকম প্রাণহানি না হয় তাও সুনিশ্চিত করার চেষ্টা করছে। পাশাপাশি লক্ষ্য রাখছে সমুদ্রের আবহাওয়ার উপরেও। সেই সঙ্গে উপকূলবর্তী রাডার স্টেশনগুলি (Coast Guard Radar stations) আবহাওয়ার প্রতি মুহূর্তের খবর ভিএইচএফ রেডিও (VHF radio)-র মাধ্যমে সমস্ত নাবিকদের অবিরাম পরামর্শ (broadcasted advisories) দিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে। আরও পড়ুন: Muslim Girls Are Forced Into Marriage With Hindus: মুসলিম মেয়েদের জোর করে হিন্দুদের সঙ্গে বিয়ে দিচ্ছে সিপিএম! অভিযোগ সুন্নি যুব সংগঠনের
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)