IAS topper Tina Dabi: আমির খানের সঙ্গে বিচ্ছেদের পর এবার বিয়ে সারলেন আইএএস টপার টিনা দাবি

২০১৬ সালে টিনা এবং আমির একে অপরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০১৮ সালে টিনা দাবি এবং আমির খান সাতপাকে বাঁধা পড়েন। তবে বিয়ের ২ বছরের মধ্যেই অর্থাৎ ২০২০ সালে টিনা দাবি এবং আমির খান বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

Tina Dabi Wedding (Photo Credit: Instagram)

জয়পুর, ২৫ এপ্রিল:  বিয়ে করলেন আইএস টপার (IAS topper ) টিনা দাবি (Tina Dabi)। গত সপ্তাহে বসে টিনা দাবি এবং প্রদীপ গাওয়ান্ডের বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে জয়পুরেই (Jaipur) বসে দুই আইএএসের বিয়ের আসর। বিয়ের অনুষ্ঠানে থুশিতে উচ্ছ্বল টিনা দাবির ভিডিয়ো শেয়ার করেন তাঁর বোন রিয়া।টিনা দাবি এবং প্রদীপ গাওয়ান্ডে দুজনেই বর্তমানে জয়পুরে কর্মরত। ফলে জয়পুরেই বসে তাঁদের বিয়ের আসর।

 

 

View this post on Instagram

 

এর আগে আইএএস আমির খানকে বিয়ে করেন টিনা দাবি। তাঁরা দুজনেই একসঙ্গে ইউপিএসসি পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০১৬ সালে টিনা এবং আমির একে অপরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০১৮ সালে টিনা দাবি এবং আমির খান সাতপাকে বাঁধা পড়েন। তবে বিয়ের ২ বছরের মধ্যেই অর্থাৎ ২০২০ সালে টিনা দাবি এবং আমির খান বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ইউক্রেন সীমান্তের রুশ তেলের ডিপোয় আগুন, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে টিনা এবং প্রদীপের বিয়ের আসর...

 

View this post on Instagram

 

আমির খানের সঙ্গে বিচ্ছেদের ২ বছরের মাথায় এবার ফের বিয়ের পিঁড়িতে বসেন আইএএস টপার টিনা দাবি।



@endif