Tina Dabi Engaged: এই বৈশাখেই বিয়ে করছেন আইএএস অফিসার টিনা দাবি, পাত্র কে জানেন?
ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ২০১৬-র UPSC টপার IAS অফিসার টিনা দাবি (Tina Dabi Engaged)। সোমবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এনগেজমেন্টের খবর দিলেন তিনি। টিনা দাবি বর্তমানে রাজস্থানের অর্থদপ্তরের যুগ্মসচিব পদে কর্মরত।
মুম্বই, ২৯ মার্চ: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ২০১৬-র UPSC টপার IAS অফিসার টিনা দাবি (Tina Dabi Engaged)। সোমবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এনগেজমেন্টের খবর দিলেন তিনি। টিনা দাবি বর্তমানে রাজস্থানের অর্থদপ্তরের যুগ্মসচিব পদে কর্মরত। আইএএস অফিসার প্রদীপ গোয়ান্ডেকে বিয়ে করছেন তিনি। পোস্টে তিনি লেখেন, “আমার মুখের হাসি তুমিই দিয়েছো, প্রিয়।” যুগলের ছবি শেয়ার করে একথাই লিখলেন টিনা। সেই পোস্টের ভিউ হল ১.৪ মিলিয়ন।
প্রেমিক প্রবর প্রদীপ নিজেও একটি ছবি শেয়ার করেছেন। লাল পাঞ্জাবি, লাল শাড়িতে দু’জনকেই বেশ মানিয়েছে। প্রদীপ ছবির ক্যাপশনে লিখেছেন, “পছন্দের জায়গায় দু’জনে।” খবর সত্যি হলে জয়পুরে আগামী ২২ এপ্রিল চারহাত এক হতে চলেছে। তথ্য অনুযায়ী, টিনা গোয়ান্ডের থেকে ৩ বছরের বড় ২০১৩-র আইএএস। রাজস্থানের আর্কিওলজিক্যাল অ্যান্ড মিউজিয়ামের ডিরেক্টর পদে কর্মরত প্রদীপ গোয়ান্ডে।