Indian Air Force: পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সর্বদা তৈরি ভারতীয় বায়ুসেনা, বললেন আরকেএস ভাদৌরিয়া

প্রয়োজনে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবির ও লঞ্চপ্যাড ধ্বংস করতে সর্বদাই তৈরি ভারতীয় বায়ুসেনা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন ভারতীয় বায়ুসেনার প্রধান আরকেএস ভাদৌরিয়া (IAF chief RKS Bhadauria)। সংবাদ সংস্থা এএনআই-এর প্রশ্নের উত্তরে ভাদৌরিয়া বলেন, “পরিস্থিতি যদি তেমন হয় তাহলে ২৪ ঘণ্টাই সন্ত্রাস রোধে কাজ করবে ভারতীয় বায়ুসেনা। যতবার আমাদের মাটিতে সন্ত্রাসের থাবা পড়বে ততবারই প্রতিবেশী দেশ পাকিস্তান ভয়ে কুঁকড়ে যাবে। পাকিস্তানকে ভয় পেতেই হবে। পাকিস্তানকে এই দুশ্চিন্তা থেকে বাঁচতে হলে ভারতের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে।”

ভারতীয় বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৮ মে: প্রয়োজনে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ও লঞ্চপ্যাড ধ্বংস করতে সর্বদাই তৈরি ভারতীয় বায়ুসেনা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন ভারতীয় বায়ুসেনার প্রধান আরকেএস ভাদৌরিয়া (IAF chief RKS Bhadauria)। সংবাদ সংস্থা এএনআই-এর প্রশ্নের উত্তরে ভাদৌরিয়া বলেন, “পরিস্থিতি যদি তেমন হয় তাহলে ২৪ ঘণ্টাই সন্ত্রাস রোধে কাজ করবে ভারতীয় বায়ুসেনা। যতবার আমাদের মাটিতে সন্ত্রাসের থাবা পড়বে ততবারই প্রতিবেশী দেশ পাকিস্তান ভয়ে কুঁকড়ে যাবে। পাকিস্তানকে ভয় পেতেই হবে। পাকিস্তানকে এই দুশ্চিন্তা থেকে বাঁচতে হলে ভারতের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে।” আরও  পড়ুন-২ বহুল ব্যবহৃত ওষুধেই সারছে মারণ রোগ করোনা, যুগান্তকারী আবিষ্কারে বাংলাদেশের চিকিৎসক দল

সাম্প্রতিক কালে উপত্যকার হান্দওয়ারায় জঙ্গির গুলির লড়াইয়ে পাঁচ সেনাকর্মী শহিদ হয়েছেন। দুই জঙ্গি নিকেশ হয়েছে। এরপর থেকে ভয়ে কাঁটা পাকিস্তান। গত ৪ তারিখের এই হামলায় শহিদ চারজনের তিনজনই সিআরপিএফ জওয়ান। এই হামলায় ২ জন সেনাকর্মী, একজন কর্ণেল ও একজন মেজর শহিদ হন। এই হামলা শুরু হয়েছিল গত ২ মে। পর পর দুই লড়াইয়ে চার সেনাকর্মীর শহিদ হওয়ার পর থেকে উপত্যকায় জঙ্গিদের হামলার মুখে রয়েছে ভারতীয় সেনা। পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহুদ্দিনের একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সালাহুদ্দিন বলছে, কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার অবস্থান বেশ মজবুত। গত সপ্তাহে হিজবুলের জঙ্গি নেতা রিয়াজ নাইকু ও তার সহযোগী সেনার গুলিতে নিকেশ হওয়ার পরেই রীতিমতো তিতিবিরক্ত হয়েই প্রকাশ্যে আসে সালাহুদ্দিন।

 



@endif