Asaduddin Owaisi: 'হিজাব পরিহিত কোনও মহিলা ভারতের প্রধানমন্ত্রী হোন', মন্তব্য ওবেইসির

ওবেইসির বিস্ফোরক অভিযোগ, হালাল মাংসে সমস্যা বিজেপির। তেমনি মুসলিমদের দাড়ি, টুপিতেও ভারতীয় জনতা পার্টির সমস্যা বলে অভিযোগ করেন মিম প্রধান। ভারত জুড়ে যে বৈচিত্রের মধ্যে ঐক্যের সম্মন্বয় রয়েছে, তাতেই বিজেপির মূল সমস্যা বলেও অভিযোগ করতে শোনা যায় আসারউদ্দিন ওবেইসির।

Asaduddin Owaisi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৬ অক্টোবর: হিজাব পরিহিত কোনও মহিলা ভারতের প্রধানমন্ত্রী পদে বসুন। এবার এমনই আশা প্রকাশ করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসি (Asaduddin Owaisi )। সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে ওবেইসি বলেন, এবার যাতে কোনও বোরখা পরিহিত মহিলা ভারতের প্রধানমন্ত্রী পদে বসেন, সেই আশা তাঁর। শুধু তাই নয়, বিজেপি বরাবরই মুসলিমদের পরিচয়ে বাধা দেয় বলে অভিযোগ করেন মিম প্রধান। ওবেইসির বিস্ফোরক অভিযোগ, হালাল মাংসে সমস্যা বিজেপির। তেমনি মুসলিমদের দাড়ি, টুপিতেও ভারতীয় জনতা পার্টির সমস্যা বলে অভিযোগ করেন মিম প্রধান। ভারত জুড়ে যে বৈচিত্রের মধ্যে ঐক্যের সম্মন্বয় রয়েছে, তাতেই বিজেপির মূল সমস্যা বলেও অভিযোগ করতে শোনা যায় আসারউদ্দিন ওবেইসির।

এবার উত্তরপ্রদেশে লড়াই করতে চায় আসাদউদ্দিন ওবেইসির দল। উত্তরপ্রদেশের সবকটি আসনে যাতে মিম লড়াই করতে পারে, সেই চেষ্টা ওবেইসির দল করছে বলে খবর। বিজেপি যে 'সবকা সাথ সবকা বিকাশ' বলে স্লোগান দিচ্ছে, তা তাদের বদান্যতা ছাড়া অন্য কিছু নয় বলে মন্তব্য করেন আসাদউদ্দিন ওবেইসি।

 

বিজেপিকে রুখতে মুসলিমরা সব সময় ধর্ম নিরপেক্ষ দলকে সমর্থন করেছে বলেও মন্তব্য করতে শোনা যায় আসাদউদ্দিন ওবেইসিকে।