Vice-Presidential Polls: কৃষকের ছেলে, দেশসেবক জগদীপ ধনখড়কে সমর্থন জানান মমতারাও, আহ্বান নাড্ডার

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র মনোনিত প্রার্থী জগদীপ ধনখড়কে সমর্থন জানাতে দেশের সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

West Bengal Governor Jagdeep Dhankhar (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ জুলাই: উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র মনোনিত প্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) কে সমর্থন জানাতে দেশের সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার বর্তমান রাজ্যপাল ধনখড়কে কৃষকের ছেলে, নম্র স্বভাবের অ্যাখা দিয়ে নাড্ডা বলেন, "উনি তিন দশক ধরে দেশকে বিভিন্নভাবে সেবা করে আসছেন। আমি সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে ইউপিএ-র  সহযোগীদের অনুরোধ জানাবো তারা যেনো উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনখড়কে সমর্থন জানান।"এখন দেশের উপরাষ্ট্রপতি পদে আছেন ভেঙ্কাইয়া নাইডু। আগামী মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে।

দেখুন নাড্ডার আবেদন

আজ, রবিবার দেশে বিরোধী দলের জোট উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করতে পারে। আগামী ৬ অগাস্ট হতে চলা উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ মঙ্গলবার, ১৯ জুলাই। এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে দেখা করলেন এনডিএ-র উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। গতকাল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ধনখড়। তার পর সন্ধ্যায় এনডিএ জোটের উপ রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন নাড্ডা। ২০১৯ সালে বাংলার রাজ্যপাল হয়ে আসেন ধনখড়। আরও পড়ুন-

করোনা টিকাকরণ ২০০ কোটির মাইলফলক নিয়ে দেশবাসীকে অভিনন্দন মোদীর

তার আগে আগামিকাল, সোমবার দেশের রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু-র বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল, এনসিপি সহ দেশের ১৬টি বিরোধী দলের জোট প্রার্থী যশবন্ত সিনহা। দ্রৌপদী মুর্মু-র জয় নিয়ে তেমন কোনও অনিশ্চিয়তা নেই। কারণ এনডিএ-র দলের পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, বিজেডি, জেএমএম-এর মত দলেরও দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানিয়েছে। এমনকী অন্তর্দ্বন্দ্ব জর্জরিত শিবসেনাও এনডিএ-তে না থাকলেও দ্রৌপদী মুর্মু-কে সমর্থন জানিয়েছে। সেখানে যশবন্ত সিনহা-র কাছে ১৬টি দলের সমর্থন ছাড়া আছে টিআরএস ও আম আদমি পার্টির সমর্থন।