Sonu Sood: খাবারে থুতু দেওয়াকে সমর্থন করিনি, বিতর্কের পর যোগী সরকারের প্রশংসা সোনু সুদের
সোনুর এই পোস্টের বিরোধিতার ঝড় ওঠে। বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত তীব্র কটাক্ষ করে সোনু-কে কাঠগড়ায় তোলেন। অনেকেই লেখেন, তাহলে থুতু দেওয়া সেই রুটিটা সবার আগে সোনুকে পাঠানো হোক।
ইউপি-তে নেমপ্লেট বিতর্কে বলতে গিয়ে এক্স প্ল্যাটফর্মে থুতু দিয়ে রুটি বেলা এক ব্যক্তির ভিডিয়ো শেয়ার করেন বলিউডের তারকা অভিনেতা তথা সমাজসেবক সোনু সুদ (Sonu Sood)। মানবিকতার জয়গান করতে গিয়ে 'গরীবের মাসিহা' সোনু লেখেন, "আমাদের শ্রীরাম যদি শবরীর এঁটো করা কুল খেতে পারেন তাহলে আমি কেন খেতে পারব না? হিংসাকে অহিংসা দিয়েই একমাত্র জেতা সম্ভব আমার ভাই। খালি মানবতা যেন অটুট থাকে। জয় শ্রী রাম।'
কিন্তু বিতর্কের ঝড় ওঠার পর সোনু আত্মপক্ষ সমর্থনে নেমে এক্স প্ল্যাটফর্মে লিখলেন, তিনি খাবারে থুতু দেওয়াকে কোনওভাবেই সমর্থন করেনি। পাশাপাশি উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের প্রশংসাও করলেন সোনু। বোঝা গেল বিতর্কের পর পিছু হটেছেন তিনি।
দেখুন ভিডিয়ো
সোনু এক্স প্ল্যাটফর্মে লিখলেন, " খাবারে যিনি থুতু ছিটিয়েছেন সেটাকে কিছুতেই সমর্থন করিনি। যারা এমন কাজ করে তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু মানবিকতা, বন্ধুত্বটা সবার মধ্যে থাকা উচিত। আমরা যেভাবে একে অপরকে নিয়ে ব্যাখা করতে সময় খরচ করি, সেটা অভাবী-গরীব মানুষদের জন্য করা উচিত। ও হ্যাঁ, আরও একটা বিষয়। আমি কিন্তু ইউপি সরকারের খুব বড় ভক্ত। উত্তর প্রদেশ, বিহারের প্রতিটি বাড়ি আমার পরিবার। মনে রাখুন, যে রাজ্য কিংবা শহরের বাসিন্দা, ধর্মেরই আপনি মানুষ হন না কেন, আপনার যদি কখন কোনও দরকার হয়, আমায় জানান। আমার নম্বরটা কিন্তু একই আছে।"
দেখুুন সোনুর টুইট
করোনা ভাইরাসের সময় দেশ যখন লকডাউনের মহাসঙ্কটে তখন পরিযায়ী শ্রমিক থেকে গরীব মানুষদের একের পর এক সাহায্য করে গোটা দেশের কাছে বাস্তরে হিরো বনে যান সোনু সুদ। বলিউডে তিনি হিট হিরো না হলেও, বাস্তব জীবনে তিনিই হয়ে ওঠেন 'মিস্টার ইন্ডিয়া'। লাগে সাহায্য, দেবে সোনু, এই স্লোগানে গোটা দেশে পিছিয়ে পড়া মানুষদের কাছে হিরো বনে যান তিনি। গতকাল, শুক্রবারও অন্ধ্র প্রদেশে এক গরীব পরিবারের মেয়ের কলেজে পড়ার সব খরচের দায়িত্ব নেন সোনু। তবে থুতু বিতর্কে কিছুটা যেন থমকে গেলেন তিনি।