IPL Auction 2025 Live

Brij Bhushan Sharan Singh: সাক্ষীদের প্রতিবাদ কুস্তিগিরদের নয় কংগ্রেসের, অভিযোগ ব্রিজ ভূষণ সিংয়ের, দেখুন ভিডিয়ো

কুস্তিগিরদের আন্দোলনের চাপে যৌন হেনস্থার অভিযোগে তার বিরুদ্ধে দুটি FIR দায়ের করেছে দিল্লি পুলিশ।

Brij Bhushan Singh. (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৯ এপ্রিল: কুস্তিগিরদের আন্দোলনের চাপে যৌন হেনস্থার অভিযোগে তার বিরুদ্ধে দুটি FIR দায়ের করেছে দিল্লি পুলিশ। চাপে থাকা বিজেপি সাংসদ তথা কুস্তি কর্তা ব্রিজ ভূষণ শরণ সিং সাংবাদিক সম্মেলনে সাক্ষী মালিকদের আন্দোলনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। ব্রিজ ভূষণের দাবি, তিনি আগেই বলেছিলেন, এটা কুস্তিগিরদের আন্দোলন নয়। আন্দোলনের পিছনে আসলে কিছু শিল্পপতি ও কংগ্রেসের ভূমিকা রয়েছে। কিছু কুস্তিগিরদের এগিয়ে দিয়ে সবটাই তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করে কংগ্রেসের ছক বলে অভিযোগ উত্তরপ্রদেশের দাপুটে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের।

ব্রিজ ভূষণের আরও অভিযোগ, " গত ১২ বছর ধরে একজন কুস্তিগিরও আমার বিরুদ্ধে থানায়, ক্রীড়া মন্ত্রক বা ফেডারশনে অভিযোগ জানাননি। আন্দোলন শুরুর আগে ওরা আমার প্রশংসা করত। ওদের বিয়েতে আমায় আমন্ত্রণ জানাত, ছবি তুলত আমার সঙ্গে, আমার আশীর্বাদ নিত। এখন আচমকা ওরা সুপ্রিম কোর্টে চলে গেল, দিল্লি পুলিশের দ্বারস্থ হল। যাই হোক আমি ওদের সিদ্ধান্তকে মেনে নিচ্ছি। আরও পড়ুন-COVID 19: সংক্রমণ অব্যাহত, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে আক্রান্ত ৭,১৭১ জন

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ বলেন, আমি আমার নির্বাচনী কেন্দ্রে মানুষের ভালবাসায় আর ভোটে সাংসদ হয়েছি। ভিনেশ ফোগাতদের সঙ্গে আমি সাংসদ হয়নি। হরিয়ানায় শুধু একটি পরিবার, আর আকড়ার সদস্যরা আমার বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে। হরিয়ানা ৯০ শতাংশ খেলোয়াড় আমার পাশে আছে।"