Amit Shah: মণিপুর নিয়ে সংসদে আলোচনায় তৈরি সরকার, চাপের মুখে দাঁড়িয়ে বললেন অমিত শাহ
মণিপুরে হিংসা, মহিলাদের উপর নির্যাতনের ছবি, ভিডিয়ো দেখে আঁতকে উঠেছে দেশ। মণিপুরের ঘটনা দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে। দীর্ঘদিন চুপ থাকার পর দুই মহিলার বিবস্ত্র হয়ে হাঁটাতে বাধ্য করার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মণিপুর নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
নতুন দিল্লি, ২৪ জুলাই: মণিপুরে হিংসা, মহিলাদের উপর নির্যাতনের ছবি, ভিডিয়ো দেখে আঁতকে উঠেছে দেশ। মণিপুরের ঘটনা দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে। দীর্ঘদিন চুপ থাকার পর দুই মহিলার বিবস্ত্র হয়ে হাঁটাতে বাধ্য করার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মণিপুর নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সুপ্রিম কোর্টও মণিপুরের ঘটনায় হতাশা জানিয়ে সরকারকে কার্যত তোপ দেগেছে। মণিপুর নিয়ে বিরোধীরা বড় আন্দোলনে নেমেছে। বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে চাপে সরকার।
লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, "মণিপুরের ওপর সংসদে আলোচনা করতে তৈরি সরকার। বিরোধীরা সংসদে আলোচনা করতে দিক। দেশবাসীর কাছে এই সংবেদনশীল বিষয়ে আসল সত্যিটা জানা খুব প্রয়োজন।" মণিপুর ইস্যুতে বেশ স্পর্শকাতর বিষয় আলোচনার প্রয়োজন আছে বলে শাহ স্বীকার করলেন। এদিকে, সংসদের দুই কক্ষেই মণিপুর নিয়ে বিরোধী সাংসদরা ঝড় তুলছেন। তুমুল হৈ হট্টেগোলের পর আগামিকাল পর্যন্ত রাজ্যসভা ও লোকসভার অধিবেশন মুলতুবি রাখা হয়েছে। আরও পড়ুন-বাদল অধিবেশন থেকে বহিষ্কার করা হল আপ সাংসদ সঞ্জয় সিংকে, দেখুন সেই ভিডিও
দেখুন টুইট
মণিপুর নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। গত ৩ মে থেকে মণিপুরে উত্তেজনা ছড়ানোর পর থেকে এখনও পর্যন্ত ৭ মহিলার উপর নির্যাতন হয়েছে। এমনই দাবি করা হল মণিপুরের একটি সংগঠনের তরফে। মণিপুরের ওই সংগঠনের দাবি, ৩ মের পর থেকে উত্তর-পূর্বের এই রাজ্যে মোট ৭ জন কুকি-জমি সম্প্রদায়ের মহিলাকে ধর্ষণ করা হয়েছে। যদিও মণিপুরের ওই সংগছনের দাবিতে কার্যত নস্যাৎ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি দাবি করেন, মণিপুর উত্তপ্ত হওয়ার পর সে রাজ্যে মহিলাদের উপর ১টি যৌন হেনস্থার অভিযোগ এসেছে। যে ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ততক্ষণাৎ।