Hyderabad: মোমো খেয়ে মৃত্যু ৩৩ বছরের যুবতীর, অসুস্থ আরও ২০

ওই দোকানের মোমো খেয়ে মৃত্যু হয়েছে ৩৩ বছরের এক যুবতীর এমনটাই অভিযোগ। ওই দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও ২০ জন।

রেশমা বেগম (ছবিঃX)

নয়াদিল্লিঃ মোমো(Momo)খেয়ে মৃত্যুর(Death) কোলে ঢলে পড়লেন বছর ৩৩ এর যুবতী। ওই একই মোমো খেয়ে অসুস্থ আরও ২০। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের(Hyderabad) বানজারা হিলস এলাকায়। মৃতার নাম রেশমা বেগম। শুক্রবার সন্ধ্যায় দুই মেয়েকে নিয়ে রাস্তার একটি দোকানে মোমো খেতে গিয়েছিলেন তিনি। মোমো খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। বমি, পায়খানার মতো উপসর্গ দেখা দেয়। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। রবিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। রেশমা সিঙ্গল মাদার ছিলেন। ১২ এবং ১৪ বছরের দুই মেয়ে রয়েছে তাঁর। এই ঘটনার পর তদন্তে নেমে জানা যায় ওই দোকানের মোমো খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও ২০ জন। তাঁদেরও বমি, পেটে ব্যথা, পায়খানার মতো সুমস্যা দেখা দিয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। বানজারা হিলসের সাব-ইন্সপেক্টর রাম বাবু সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, " বানজারা হিলস এলাকার একটি মোমো বিক্রেতার বিরুদ্ধে আমাদের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। ওই দোকানের মোমো খেয়ে মৃত্যু হয়েছে ৩৩ বছরের এক যুবতীর এমনটাই অভিযোগ। ওই দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও ২০ জন। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।"

 মোমো খেয়ে মৃত্যু ৩৩ বছরের যুবতীর, অসুস্থ আরও ২০