Hyderabad Shocking Video: পুলিশ হেনস্থা করছে, অভিযোগ তুলে একসঙ্গে ৪ যুবকের আত্মহত্যার চেষ্টা ক্যামেরার সামনে, দেখুন ভিডিয়ো
শিব, অজয় কুমার, রাজু এবং শাহরুখ নামে চার যুবক একত্র হয়ে প্রথমে ক্যামেরার সামনে বেশ কিছু কথা রেকর্ড করেন। এরপর তাঁর একসঙ্গেই চারজন ৪টি শিশির খুলে, সেখান থেকে পানীয় মুখে ভরে দেন। তবে সেই পানীয় তাঁদের গিলতে দেখা যায়নি। মুখে নিয়েই তা তাঁরা ফেলে দেন।
হায়দরাবাদ, ২০ ডিসেম্বর: পুলিশ (Police) তাঁদের হেনস্থা করছে। বার বার ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে পুলিশের তরফে। প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগ করে আত্মহত্যার চেষ্টা করলেন ৪ বন্ধু। একসঙ্গে ওই ৪ যুবক পুলিশের বিরুদ্ধে তোপ দেগে আত্মহত্যার চেষ্টা করেন। তেলাঙ্গানার (Telangana) মান্দামারি শহর থেকে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার খবর প্রকাশ্যে আসে। সেই সঙ্গে ৪ যুবকের আত্মহত্যার চেষ্টার ভিডিয়োও সামনে আসে। শিব, অজয় কুমার, রাজু এবং শাহরুখ নামে চার যুবক একত্র হয়ে প্রথমে ক্যামেরার সামনে বেশ কিছু কথা রেকর্ড করেন। এরপর তাঁর একসঙ্গেই চারজন ৪টি শিশির খুলে, সেখান থেকে পানীয় মুখে ভরে দেন। তবে সেই পানীয় তাঁদের গিলতে দেখা যায়নি। মুখে নিয়েই তা তাঁরা ফেলে দেন।
ওই ৪ যুবক আত্মহত্যার চেষ্টা করছেন, এমন ছবি চোখে পড়তেই স্থানীয়রা ছুটে যান তাঁদের কাছে। এরপর রাজু, শিব, অজয় কুমার এবং শাহরুখকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। পুলিশ তাঁদের হেনস্থা করছে, এমন অভিযোগ করেই ওই ৪ জন আত্মহত্যার চেষ্টা করেন বলে ভিডিয়োতে দেখা যায়।
দেখুন ওই ৪ যুবক কীভাবে আত্মহত্যার চেষ্টা করেন...
মান্দামারির ওই খবর প্রকাশ্যে আসতেই সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে ওই ৪ যুবকের আত্মহত্যার চেষ্টার পিছনে পুলিশের কী ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।