Hyderabad : হয়দরাবাদে গাড়ি দুর্ঘটনায় মৃত ১, আহত ৪
ঘটনাস্থলে পুলিশ পৌছে আহতদের হাসপাতালে ভর্তি করে
হয়দরাবাদে গাড়ি দুর্ঘটনায় মৃত ১ আহত ৪ জন। ঘটনাটি ঘটেছে হয়দরাবাদের নারসিংগি আউটার রিং রোডের কাছে। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতেরা হল ভামসি হোয়াইল মদন, সাই কিরন, শ্রীসালিয়াম, চন্দকা রামু। গাড়িটির গতি দ্রুত থাকায় তা নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।