Secunderabad Fire: সেকেন্দ্রাবাদের বহুতলে ভয়াবহ আগুনের জেরে আটকে কমপক্ষে ১০, ভয়াবহ ভিডিয়ো
তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে অবস্থিত একটি বহুতলে আগুন লাগার জেরে প্রবল আতঙ্কের সৃষ্টি হল বৃহস্পতিবার সন্ধ্যায়। ওই বহুতলের ৬ তলায় ১০ জন মানুষ আটকে পড়েছেন বলে জানিয়েছেন উদ্ধার পাওয়া এক যুবক।
সেকেন্দ্রাবাদ: তেলেঙ্গানার (Telangana) সেকেন্দ্রাবাদে (Secunderabad)অবস্থিত একটি বহুতলে আগুন লাগার জেরে প্রবল আতঙ্কের সৃষ্টি হল বৃহস্পতিবার সন্ধ্যায়। ওই বহুতলের ৬ তলায় ১০ জন মানুষ আটকে পড়েছেন বলে জানিয়েছেন উদ্ধার পাওয়া এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন তেলেঙ্গানার একজন মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব (Telangana Minister Talasani Srinivas Yadav)।
এপ্রসঙ্গে সেকেন্দ্রাবাদের সাউথ জোনের অতিরিক্ত ডিএসপি সৈয়দ রাফিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সেকেন্দ্রাবাদের স্বপ্নালোক কমপ্লেক্সে (Swapnalok Complex) শর্টসার্কিটের (short circuit) কারণে আচমকা আগুন (fire) লেগে যায়। আমরা ওই বহুতলের ভেতরে আটকে পড়া (stuck) মানুষদের উদ্ধার করার চেষ্টা করছি। তবে ভেতরে ঠিক কতজন আটকে আছেন তার সঠিক সংখ্যা আমরা এখনও জানতে পারিনি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন (Fire engines)। উদ্ধার কাজ এখনও চলছে।
এদিকে এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন তেলেঙ্গানা সরকারের একজন মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব। আরও পড়ুন: ভুয়ো চাকরি চক্রের জেরে মায়ানমারে আটকে পড়া ৮ জন ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র
দেখুন ভিডিয়ো: