Horrific Video: ম্যাজিক? রেললাইনের মাঝে শুয়ে, উপর দিয়ে ট্রেন চলে গেলও রক্ষা, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

Man Saves From Train (Photo Credit: X/Screengrab)

ট্রেনের (Train) নীচে চাপা পড়া এক ব্যক্তি বরাত জোরে বেঁচে গেলেন। শুনতে অবাক লাগলেও, এমনই একটি ঘটনা এবার ভাইরাল হয়ে যায়। কেরলের (Kerala) কান্নুরে এক ব্যক্তিকে দেখা যায়, রেললাইনের মাঝে শুয়ে থাকতে। রেললাইনের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার পরও দেখা যায়, ওই ব্যক্তি দিব্যি বেঁচে রয়েছেন। কোনওক্রমে রেললাইনের মাঝে শুয়ে থাকা ব্যক্তি কপাল জোরে রক্ষা পান। তবে রেলওয়ে পুলিশের অনুমান, ওই ব্যক্তি ইচ্ছে করেই ট্রেন লাইনের মাঝে শুয়েছিলেন। ফলে রেলওয়ে পুলিশের তরফে দায়ের করা হয়েছে অভিযোগ।

দেখুন ওই ব্যক্তি কীভাবে রেল লাইনের মাঝে শুয়েছিলেন...