Hit and Run Law : হিট এন্ড রান নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন আইন, বিক্ষোভ ড্রাইভারদের

নতুন আইনে হিট এন্ড রান মামলায় ৭ থেকে ১০ বছরের সাজা নির্ধারন করা হয়েছে

Bus Accident Photo Credit: Twitter@ANI

হিট এন্ড রানের (Hit & Run) ক্ষেত্রে গাড়ির ধাক্কায় মৃত্যু হলে ৭ থেকে ১০ বছরের সাজা হবে। নতুন এই আইন নিয়ে এবার সরব হলেন ক্যাব, বাস এবং লরির চালকরা। এরই প্রতিবাদে দেশ জুড়ে সোমবার চাক্কা জ্যামের ডাক দেন লরি ও প্রাইভেট বাসের চালকরা।

ধরের কাছে পিথামপুর হাইওয়েতে এই নিয়ে চাক্কা জ্যাম করেন ড্রাইভাররা। চাক্কা জ্যামে যোগ দেওয়া এক ড্রাইভারের দাবি, অনেক ক্যাব চালক আছেন যারা রাতের বেলায় হলেও অন্তত বাড়ি ফেরেন। কিন্তু অনেক লরি ড্রাইভার রয়েছেন যারা ১৫ দিন বা তার পরেও বাড়ি ফেরেন। নতুন যে আইনে ১০ বছরের সাজা করা হয়েছে তা কমিয়ে ১ থেকে ২ বছরের করা উচিত বলে মনে করেন ড্রাইভারটি।

একই রকমের বিক্ষোভ ছড়িয়ে পড়ে ছত্তিশগড় এবং রায়পুরে যেখানে বাসস্ট্যান্ডে বাস ড্রাইভারেরা বিক্ষোভ দেখান নতুন এই কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে।

এই বিক্ষোভের কারণে ছত্তিশগড়ে প্রায় ১ হাজার বাস চলাচলের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়।