Karnataka Hijab Row: হিজাব পরে কলেজে এলে, গেরুয়া ওড়নায় আপত্তি কোথায়? কর্ণাটক কলেজে প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠনের
গেরুয়া ওড়নায় গলায় জড়িয়ে কোনও ছাত্রকে যেমন কলেজের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তেমনি কিছু ছাত্রীর হিজাব পরে প্রবেশও বন্ধ করুক পুলিশ। এমনই দাবি করা হয় বজরং দলের তরফে।
বেঙ্গালুরু, ৪ ফেব্রুয়ারি: হিজাব বনাম গেরুয়া ওড়নার লড়াই চলছে কর্ণাটকে (Karnataka)। দক্ষিণের এই রাজ্যের উদুপির একটি কলেজে ছাত্রীদের হিজাব পরার প্রেক্ষিতে এবার ছাত্রদের গেরুয়া ওড়নায় গলায় পরার দাবি তোলা হল একটি হিন্দুত্ববাদী সংগঠনের তরফে। উদুপির (Udupi ) বিন্দুরে একটি কলেজের এই ঘটনাকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছে।
গেরুয়া ওড়নায় গলায় জড়িয়ে কোনও ছাত্রকে যেমন কলেজের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তেমনি কিছু ছাত্রীর হিজাব পরে প্রবেশও বন্ধ করুক পুলিশ। এমনই দাবি করা হয় বজরং (Hindutva Outfits) দলের তরফে। কলেজ ক্যাম্পাসে কেন হিজাব পরে ছাত্রীরা প্রবেশ করবেন, তা নিয় ওই হিন্দুত্ববাদী সংগঠনের তরপে তোলা হয় প্রশ্ন।
আরও পড়ুন: COVID 19: দিল্লিতে নিয়ন্ত্রণে কোভিড, ৭ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল, কলেজ, শুরু পঠনপাঠন
সুরেন্দ্র কোটেশ্বর নামে বজরং দলের স্থানীয় নেতা বলেন, কলেজে যদি হিজাব (Hijab) পরে প্রবেশের অনুমতি মেলে, তাহলে গেরুয়া ওড়না জড়িয়ে যাওয়ার অনুমতিও দিতে হবে। যা নিয়ে ইতিমধ্যেই উদুপির ওই কলেজে শোর শোরগোল শুরু হয়েছে।