Sadhvi Rithambara: হিন্দু দম্পতিদের চারটি করে সন্তান নিতে বললেন সাধ্বী ঋতম্ভরা-র

ভারত খুব শীঘ্রই হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। এখন সব হিন্দু দম্পতিদের উচিত চারটি করে সন্তানের জন্ম দেওয়া। এই চারটি সন্তানের মধ্যে দুইজনকে দেশকে উৎসর্গকরা উচিত।

Sadhvi Rithambara. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ১৮ এপ্রিল: ভারত খুব শীঘ্রই হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। এখন সব হিন্দু দম্পতিদের উচিত চারটি করে সন্তানের জন্ম দেওয়া। এই চারটি সন্তানের মধ্যে দুইজনকে দেশকে উৎসর্গকরা উচিত। এমন কথাই বললেন সাধ্বী ঋতম্ভরা (Sadhvi Rithambara)। দুর্গা বাহিনী নামের এক হিন্দুত্ব সংগঠনের প্রতিষ্ঠাতা স্বাদী নিশা ঋতম্ভরা জোর গলায় বললেন, একটা দুটো নয়, অন্তত চারটি সন্তানের জন্ম দিতে হবে হিন্দু দম্পতিদের। যেখানে দেশের সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বহু কোটি টাকা খরচ করছে। ক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাখি পরাতে দেখা গিয়েছে স্বাধী ঋতম্ভরাকে।

আমি হিন্দু, হিন্দুস্থান আমাদের-এই স্লোগান তুলে ক বছর আগে দিল্লির দাঙ্গার সময় প্রচরা করেছিলেন। নয়ের দশকের গোড়ায় স্বাধী ঋতম্ভরা ছিলেন বিজেপি-র তারকা প্রচারক। বাবরী মসজিদ ভাঙার দায়ে তাঁকে  গ্রেফতার করা হয়েছিল।পরবর্তীকালে আরও কয়েকটি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগেও তাঁকে ধরা হয়েছিল।

দেখুন টুইট

এর আগে হিন্দু দম্পতিদের ৪টি করে সন্তান থাকা উচিত বলে বেশ কয়েকজন ধর্মগুরু বলেছিলেন। জনসংখ্যায় ভারসাম্য আানার জন্যই হিন্দু মহিলাদের অন্তত চার সন্তানের মা হওয়া উচিত বলে তাদের যুক্তি।