Himachal Pradesh Flood: বন্যায় ভেসে গিয়েছে সব কিছু, বিপর্যয়ের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে শুধু মহাকাল মন্দির, হিমাচলের লড়াইয়ের প্রতীক এখন এই ছবি
হিমাচলপ্রদেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ৯টি হড়পা বানে বিপর্যস্ত হিমাচল! মৃত অন্তত ৫।
হিমাচলপ্রদেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ১৩টি বড় ভূমিধস ও ৯টি হড়পা বানে বিপর্যস্ত হিমাচল! মৃত অন্তত ৫। মান্ডি জেলার থুনাংয়ে হড়পা বান আছড়ে পড়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কুলুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মানালিও জলের তলায়। কুলু, মান্ডি-সহ হিমাচল প্রদেশের একাধিক জায়গায় যখন এক নাগাড়ে বৃষ্টি এবং ভূমিধস শুরু হয়েছে, সেই সময় সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু।
এমন সময় জলের গ্রাসে চলে যাওয়া মান্ডির এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে সেখানে চারিদিক জলে ভেসে গিয়েছে। বন্যার জল হু হু করে ঢুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছুকে। হড়পা বানের তোড়ে বড় বাড়ি, গাড়ি সব কিছু ভেসে যাচ্ছে, কিন্তু মান্ডির পঞ্চাবকতার মহাকাল মন্দির অক্ষত অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে। বিপর্যয়ের ধ্বংসলীলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে শুধু সেখানকার মহাকাল মন্দির।
মহাকাল মন্দিরের চুড়ো মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন হিমাচলবাসীকে সাহস জোগাচ্ছে। ২০১৩ উত্তরাখণ্ড মহাবন্যার সময় বিপর্যয়ের মাঝে শিবমূর্তির দাঁড়িয়ে থাকা যেমন লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে ছিল গোটা বিশ্বের কাছে। প্রসঙ্গত, এক নাগাড়ে বৃষ্টির জেরে গত ২৪ ঘণ্টায় হিমাচলে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো
দেখুন হিমাচলের হড়পা বানের ভিডিয়ো
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মানুষকে সতর্ক করেন সুখবিন্দর সিং সুকু। কোনও ধরনের অসুবিধার মুখে পড়লে, যাতে প্রত্যেকে হেল্পলাইন নম্বরে ফোন করে ন, সে বিষয়েও জানান হিমাচলের মুখ্যমন্ত্রী।
এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভেঙে পড়ল সেতু। রবিবার থেকে হিমাচল প্রদেশে এক নাগাড়ে ভয়াবহ বৃষ্টি শুরু হয়। যার জেরে সোলানের বড্ডি নালাগড় এলাকার একটি সেতু ভেঙে পড়ে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায়। অত্যাধিক বৃষ্টির জেরে সাধারণ মানুষ আগামী ২৪ ঘণ্টা যাতে ঘরের ভিতর থাকেন, সেই পরামর্শ দেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুকু।