Snowfall In J&K And Himachal Pradesh: তুষারপাতে বন্ধ রাস্তা খুলতে কাশ্মীরে চলছে বরফ ভাঙার মেশিন, হিমাচলে আবার সেজে উঠেছে মান্ডি: ভিডিয়ো
হিমালয়ের সংলগ্ন এলাকা-সহ গোটা উত্তর ভারত কাঁপছে প্রচণ্ড ঠাণ্ডায়। পাহাড়ে থাকা বেশিরভাগ অঞ্চলগুলিতে পড়ছে বরফ।
কলকাতা: হিমালয়ের সংলগ্ন এলাকা-সহ গোটা উত্তর ভারত কাঁপছে প্রচণ্ড ঠাণ্ডায়। পাহাড়ে থাকা বেশিরভাগ অঞ্চলগুলিতে পড়ছে বরফ (snowfall)। কোথাও সাদা বরফে অপূর্ব সাজতে দেখা যাচ্ছে প্রকৃতিকে তো কোথাও প্রচণ্ড তুষারপাতের জেরে বন্ধ রাস্তা ঠিক করতে বরফ ভাঙার মেশিন ব্যবহার করতে দেখা গেল প্রশাসনকে।
সংবাদ সংস্থা এএনআই টুইটার পেজে শনিবার সন্ধ্যায় দুটি ভিডিয়ো পোস্ট হয়েছে। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডিতে (Mandi) তুষারপাতের (snowfall) ফলে সেজে উঠেছে গোটা এলাকা। বাড়িগুলোর উপর পড়া সাদা বরফের চাদর (white layer of snow) সৌন্দর্য্য বাড়িয়েছে। অন্য ভিডিয়োটা দেখবেন জম্মু ও কাশ্মীরের রামবন (Ramban) জেলার। সেখানকার বেশ কিছু এলাকায় এবছরের সবথেকে বেশি বরফ পড়েছে এখন। চারিদিক ঢাকা পড়েছে মোটা বরফের আস্তরণে। বন্ধ হয়েছে রাস্তাঘাটও। আর তা ঠিক করতে স্থানীয় প্রশাসন বরফ ভাঙার মেশিন-সহ বিভিন্ন যন্ত্র ব্যবহার করছে।
দেখুন মান্ডি ও রামবনের ভিডিয়ো:
উত্তরাখণ্ডের বরফের বৃষ্টি চলছে চামোলি জেলার আউলিতে। গোটা এলাকা ঢেকেছে সাদা বরফের চাদরে। রইল তারও ভিডিয়ো: