Himachal Pradesh: হিমাচলে এক নাগাড়ে বৃষ্টি, বিপদসীমার উপর দিয়ে বইছে নদী, জারি লাল সতর্কতা
এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায়, রবিবার রাত থেকে হিমাচল প্রদেশে উদ্ধার কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। মান্ডির নাগওয়াই গ্রামে বিপাশা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করলে, সেখান থেকে পরপর ৬ জনকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী।
দিল্লি, ১০ জুলাই: এক নাগাড়ে বৃষ্টি শুরু হিমাচল প্রদেশে। এক নাগাড়ে বৃষ্টির জেরে কুলুতে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে নদী। কুলুর পাশাপাশি মান্ডিতেও বিপদসীমার উপর দিয়ে নদী বইতে শুরু করেছে। দেখুন...
এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায়, রবিবার রাত থেকে হিমাচল প্রদেশে উদ্ধার কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। মান্ডির নাগওয়াই গ্রামে বিপাশা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করলে, সেখান থেকে পরপর ৬ জনকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। দেখুন...
সোমবার সকাল থেকেও হিমাচল প্রদেশ থেকে বৃষ্টি শুরু হয়। সোমবার গোটা দিন ধরে হিমাচলে এক নাগাড়ে বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বিলাসপুর, সোলান, সিমলা, সিমাউর, উনা, হামিরপুর, মান্ডি, কুলুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে।