IPL Auction 2025 Live

Himachal Pradesh Rain: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, পাহাড়ি নদীর প্লাবনে আতঙ্ক মানালিতে, দেখুন ভিডিয়ো

অবিরাম বৃষ্টিতে উপচে পড়েছে পাহাড়ি নদী। জল ঢুকছে নদী সংলগ্ন এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে মানালির এই এলাকায়।

ফুঁসছে নদী (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ নাগাড়ে বৃষ্টিতে ভাসছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh )। যার জেরে মানালির সোলান উপত্যকার (Sollan Valley) অঞ্জন মহাদেব মন্দিরের কাছে বন্যা (Flood)দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টিতে উপচে পড়েছে পাহাড়ি নদী। জল ঢুকছে নদী সংলগ্ন এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে মানালির (Manali) এই এলাকায়। প্রসঙ্গত, ২৭ শে জুন হিলাচলে ঢুকেছে বর্ষা (Monsoon)।  বিগত কিছুদিন ধরে লাগাতার ভারী বৃষ্টিপাতের জেরে নাকাল হিমাচলবাসী। কখনও ভূমিধস, কখনও আবার হড়পা বান, একের পর এক বিপর্যয়ের শিকার হচ্ছে পাহাড়ি একাকার মানুষ। বৃষ্টিজনিত কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ২০ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে রাজ্যের, এমনটাই জানা গিয়েছে। মাথায় হাত কৃষকদের। পরিস্থিতি আরও ভয়াবহ হোয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ, ২৫ জুলাই পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেই গোটা হিমাচল জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কয়েকটি এলাকায় হড়পা বানের সম্ভাবনা রয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে চাষের জমির। আচমকা ধস নামছে কিছু-কিছু এলাকায়। বিপদ এড়াতে তাই বন্ধ করে দেওয়া হয়েছে ৭৭ টি রাস্তা।

দেখুন ভিডিয়ো