সিমলা, ২৮ ফেব্রুয়ারি: রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) হারের পরেই হিমাচল প্রদেশে (Himachal Pradesh) সরকার ফেলতে কোমর বেধে নেমেছে বিজেপি (BJP)। আজ বাজেট অধিবেশনকে কেন্দ্র করে শুরু হয়েছে মহানাটক। কংগ্রেসের ৬ বিধায়ক ইতিমধ্যেই বিজেপির পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে কানাঘুষো শোনা যাচ্ছে পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu)। যদিও এই তত্ত্ব একেবারেই খারিজ করে দিয়েছেন তিনি। সুখুর দাবি, 'এই গুজবগুলি বিজেপি ছড়াচ্ছে, যাতে বাকি বিধায়কেরা ভয়ে বিজেপিতে যোগ দেয়। বিজেপি সিআরপিএফকে ব্যবহার করছে বিধায়কদের আলাদা করে নিয়ে যাওয়ার জন্য'।

অন্যদিকে, আজ বাজেট অধিবেশনের শুরুতেই বিরোধী নেতা জয়রাম ঠাকুর (Jairam Thakur) সহ ১৫ জন বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার কুলদীপ সিং পাঠানিয়া (Kuldeep Singh Pathania)। এই নিয়ে তুমুল হট্টোগোল হয় বিধানসভা। এই নিয়ে জয়রামের অভিযোগ, 'আমরা প্রথম থেকেই জানি যে, কংগ্রেসের কাছে বহুমত নেই। তাই ১৫ জন বিরোধী বিধায়ককে সাসপেন্ড করেছে, যাতে সহজেই বাজেট পেশ করতে পারে'।

যদিও এই নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এখনও হুঁশ নেই। দলের মুখপাত্র জয়রাম রমেশের (Jairam Ramesh) বক্তব্য, 'হিমাচল প্রদেশে দলের মধ্যে ঐক্য রয়েছে। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা চলছে। কেউই তাঁদের সঙ্গ ছাড়ছে না। আজই বাজেট পেশ হবে। যাঁরা বিজেপিকে সমর্থন করেছিল তাঁরা আবার ফিরে আসতে চাইছে। বিজেপি গুজব রটিয়ে সকলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে'।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Loksabha Election 2024: 'রামলাল্লাকে ফের তাবুতে পাঠাতে চাইছে কংগ্রেস', ঝাড়খণ্ডে মন্তব্য মোদীর

Lok Sabha Election 2024: রাজ্যে চার দফায় ১৮টি আসনে ভোট শেষ, বাকি ২৪টি লোকসভায়, মাঝপথে কে কোথায় দাঁড়িয়ে

Loksabha Election 2024: 'বড় কাশি থেকে মনোনয়ন মোদীর, ছোট কাশীতে প্রার্থী আমি', বললেন কঙ্গনা

Madhavi Latha: ওয়েইসির বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী মাধবীলতার মুসলিম মহিলা ভোটারদের সঙ্গে আপত্তিকর আচরণ, মামলা কমিশনের

Loksabha Election 2024: 'দিকে-দিকে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে তৃণমূল'- বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Loksabha Election 2024: 'পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব যদি...', লোকসভা ভোটের প্রচারে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

Loksabha Election 2024: চতুর্থ দফার ভোটের মাঝে বারাণসী থেকে আজ মনোনয়ন পত্র জমা দেবেন প্রধানমন্ত্রী মোদী

Sandeshkhali: সবকিছুই বিজেপির চক্রান্ত, এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না! মন্তব্য সুকুমার মাহাতোর