Atal Tunnel: খারাপ আবহাওয়া এড়িয়ে অটল টানেল দিয়ে একদিনে যাতায়াত ১৯ হাজার গাড়ির
উত্তর ভারত জুড়ে এখন জাঁকিয়ে শীত। এই শীতের মরসুমে বরফের সঙ্গে ছুটি কাটাতে দিল্লি, নয়ডা সহ উত্তর ভারতের মানুষ এখন হিমাচলপ্রদেশে লাহু-স্পিতিতে ভিড় জমাচ্ছে।
মানালি, ২৬ ডিসেম্বর: উত্তর ভারত জুড়ে এখন জাঁকিয়ে শীত। এই শীতের মরসুমে বরফের সঙ্গে ছুটি কাটাতে দিল্লি, নয়ডা সহ উত্তর ভারতের মানুষ এখন হিমাচলপ্রদেশে লাহু-স্পিতিতে ভিড় জমাচ্ছে। কিন্তু হিমাচলের দুর্গম লাহু-স্পিতিতে এই সময় ব্যাপক তুষারপাত, ধসে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে এবার আর সেই সমস্যা নেই। অটল টানেলে বড়দিনে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়।
লে-মানালি জাতীয় সড়কের ওপর ৯ কিলোমিটার দীর্ঘ অটল টানেল তৈরি হয়ে যাওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটেছে। রোহতাং পাশের কাছে তৈরি হওয়া টানেল দিয়ে গতকাল, রবিবার বড়দিনে ১৯ হাজার গাড়ি চলাচল করে। পর্যটকদের ঢল মানে লাহুল-স্পিতি সহ এই অঞ্চলের পর্যটন স্থানগুলিতে।
দেখুন বড়দিনে অটল টানেলে গাড়ির দীর্ঘ লাইন
দেখুন টুইট
২০০৮ সালের অক্টোবরে মনোমহন সিং জমানায় এই টানেলের কাজ শুরু হয়েছিল, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলের উদ্বোধন করেন।