Himachal Pradesh : মদ্যপ পর্যটকদের হোটেলে নিয়ে যাবে পুলিশ, পর্যটক টানতে এমনই উদ্যোগ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর
ক্রিসমাস ও নতুন বছর উপলক্ষ্যে ভিড় জমছে হিমাচল প্রদেশে
ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষ্যে প্রতি বছর হিমাচলপ্রদেশে পর্যটকের সংখ্যা বাড়ে। তাই পর্যটকদের হিমাচলপ্রদেশে আসার পাশাপাশি আইন শৃঙ্খলা মেনে চলার পরামর্শও পর্যটকদের দিলেন হিমাচল প্রদেসের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সিধু।
একটি অনুষ্ঠানে গিয়ে তিনি পর্যটকদের আইন শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন। এর পাশাপাশি তিনি বলেন যে মদ্যপ পর্যটকদের পুলিশ থানায় নয়, হোটেলে নিয়ে যাবে।
পর্যটন ব্যবস্থাকে আরও উৎসাহিত করতে এই ধরনের পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই। শীতকালীন পর্যটকদের আগমন উপলক্ষ্যে সরকার ২৪ ঘন্টা হোটেল, ধাবা রেস্টুরেন্ট খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পর্যটকদের যাতে কোন সমস্যা না সৃষ্টি করা হয় তার জন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবারেই মোটামুটি ৩০ হাজার গাড়ি হিমাচল প্রদেশে ঢুকেছে বলে জানিয়েছেন তিনি। নতুন বছরের প্রাক্কালে পর্যটকদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে হিমাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে।
কয়েক মাস আগেই প্রবল বৃষ্টিপাত, ভূমিক্ষয়ের মধ্যে দিয়ে গিয়েছে হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টিপাতের জেরে যেমন সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ তেমনই সমস্যা পড়েন সেখানে যাওয়া পর্যটকেরা। সেই অতীতের স্মৃতি পেছনে ফেলে আবার সামনের দিকে এগোতে শুরু করেছে হিমাচল প্রদেশ।