Ram Swaroop Sharma Found Dead: দিল্লির বাড়ি থেকে উদ্ধার বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার ঝুলন্ত দেহ

দিল্লির বাড়ি থেকে উদ্ধার বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার (Ram Swaroop Sharma) ঝুলন্ত দেহ। হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) মান্ডির সাংসদ তিনি। বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। সাংসদের বাড়ির এক কর্মচারীর কাছ থেকে খবর পেয়ে পৌঁছায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘর থেকে রাম স্বরূপ শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ভেতর থেকে লক থাকায় দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। সাংসদের বয়স হয়েছিল ৬৩ বছর। এটা আত্মহত্যার ঘটনা কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাম স্বরূপ শর্মা (Photo: Facebook)

নতুন দিল্লি, ১৭ মার্চ: দিল্লির বাড়ি থেকে উদ্ধার বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার (Ram Swaroop Sharma) ঝুলন্ত দেহ। হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) মান্ডির সাংসদ তিনি। বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। সাংসদের বাড়ির এক কর্মচারীর কাছ থেকে খবর পেয়ে পৌঁছায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘর থেকে রাম স্বরূপ শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ভেতর থেকে লক থাকায় দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। সাংসদের বয়স হয়েছিল ৬৩ বছর। এটা আত্মহত্যার ঘটনা কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাংসদ সদস্য গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। পুলিশ আধিকারিকরা বলেছেন যে আজ সকালে রাম স্বরূপ শর্মাকে ডাকাডাকি করেন তাঁর ব্যক্তিগত সহকারী। যদিও সাড়া শব্দ পাননি তিনি। এরপরই পুলিশের কন্ট্রোল রুমে খবর দেন। পুলিশ দ্রুত সাংসদের বাড়িতে পৌঁছায়। এরপর দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় সাংসদকে দেখতে পাওয়া যায়। আরও পড়ুন: Reliance On Nita Ambani: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হবেন না নীতা আম্বানি: জানাল রিলায়েন্স

রাম স্বরূপ শর্মা হিমাচল প্রদেশের সাংসদ। ২০১৪ ও ২০১৯ সালে তিনি মান্ডি এলাকা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন।