Himachal Pradesh: হিমাচলের বিজেপি বিদ্রোহী তিন নির্দল বিধায়কের সমর্থন কংগ্রেসকে
তিনজন নির্দল প্রার্থী বিজেপির টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে নিকটতম কংগ্রেস প্রার্থীদের হারিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে জিতেছেন।
সিমলা, ১১ ডিসেম্বর: হিমাচলপ্রদেশ বিধানসভায় তিন আসনে জয়ী হন নির্দল প্রার্থীরা। তিনজনেই বিজেপি-র বিদ্রোহী। রাজ্যের তিন নির্দল বিধায়কই কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করলেন। আশিস শর্মা (হিমারপুর বিধানসভা), কেএল ঠাকুর (নালাগড় কেন্দ্র) ও হোসিয়ার সিং (দেহরা কেন্দ্র)-হিমাচলের এই তিন বিজেপি বিদ্রোহী নির্দল বিধায়ক জানালেন তাঁরা রাজ্যের ক্ষমতাসীন দল কংগ্রেসকেই সমর্থন করবেন। তিনজন নির্দল প্রার্থী বিজেপির টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে নিকটতম কংগ্রেস প্রার্থীদের হারিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে জিতেছেন।
আজ, রবিবার সিমলায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দার সিং সুখু। সুখবিন্দারের মন্ত্রিসভায় দেখা যেতে পারে এই তিন নির্দল বিধায়কদের। সদ্য সমাপ্ত হিমাচল প্রদেশে ৬৮টি-র মধ্যে ৪০টি বিধানসভা আসন জেতে কংগ্রেস (Congress)। সেখানে বিজেপি (BJP) পায় ২৫টি, নির্দল প্রার্থীরা জেতেন ৩টি-তে।
দেখুন টুইট
২০১৭ নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে লড়ে হোসিয়ার সিং বিজেপি-তে যোগ দিয়েছিলেন হোসিয়ার সিং। কিন্তু বিজেপি তাঁকে প্রার্থী না করায়, আবার নির্দল হয়ে জিতে এবার কংগ্রেসকে সমর্থন করলেন। অন্যদিকে, হামরিপুরে বিজেপি টিকিট না দেওয়ায় দল ছেড়ে নির্দল প্রার্থী হয়ে লড়ে কংগ্রেস প্রার্থী পুষ্পেন্দর ভর্মাকে ১২,৮৯৯ ভোটে হারিয়ে বিধায়ক হন আশিস শর্মা। ২০১২-তে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হওয়া কেএল ঠাকুর গতবার নালাগড়ে হেরে গিয়েছিলেন। এবার তাঁকে বিজেপি টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নির্দল হয়ে দাঁড়ান। কংগ্রেসের হরদীপ সিং বাওয়াকে ১৩,২৬৪ ভোটের ব্যবধানে হারিয়ে নির্দল প্রার্থী হয়ে বিধায়ক হন কৃষ্ণান লাল ঠাকুর (KL Thakur)।