Himachal Cloudburst: মেঘ ভাঙা বৃষ্টিতে মাথায় হাত হিমাচলবাসীর, মৃত ৯, নিখোঁজ ৪৫
হিমাচল জুড়ে চলছে উদ্ধারকার্য। প্রতিদিন উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা এবং সিআইএসএফ।
নয়াদিল্লিঃ মেঘ ভাঙা (Cloudburst) বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। গত ৩১ জুলাই হিমাচল প্রদেশের মান্ডিতে Mandi) শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি। যার জেরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কয়েকটি গ্রাম। এখনও পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪৫। হিমাচল জুড়ে চলছে উদ্ধারকার্য। প্রতিদিন উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), ভারতীয় সেনা (Indian Army)এবং সিআইএসএফ। মোট ৪১০ জনের দল কাজ করছে বলে জানা গিয়েছে। কুল্লুর নির্মন্দ, সাইঞ্জ এবং মালানা গ্রামের ৪৫ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। ফলে এই গ্রামগুলিতে বেশি করে তল্লাশি চালানো হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশের কুল্লু, মান্ডি এবং সিমলা অঞ্চলে। এই প্রসঙ্গে ডিডিএমএর বিশেষ সচিব ডিসি রানা জানিয়েছেন এই ঘটনায় কমপক্ষে ৬০ টি বাড়ি ভেসে গিয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৩ টি বাড়ি। এ ছাড়া ধসে গিয়েছে রামপুর ও সমেজ সংযোগকারী রাস্তা।
দেখুন ভিডিয়ো