COVID-19 Cases In India: এক দিনে নতুন করোনা রোগী ৫৫ হাজার ৭৯ জন, ভারতে কোভিড সংক্রামিতর সংখ্যা ছাড়ালো ১৬ লাখ
শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India)১৬ লাখ চাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের বলি ৭৭৯ জন। সবমিলিয়ে এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭১ জন। এর মধ্যে ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮ জন এই মুহূর্তে সংক্রামিত। তবে দেশে মারণ রোগ করোনাকে হারিয়ে সুস্থতার হার লক্ষ্যণীয়। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৬ জন। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন প্রত্যেকে। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৭৪৭।
নতুন দিল্লি, ৩১ জুলাই: শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India)১৬ লাখ চাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের বলি ৭৭৯ জন। সবমিলিয়ে এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭১ জন। এর মধ্যে ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮ জন এই মুহূর্তে সংক্রামিত। তবে দেশে মারণ রোগ করোনাকে হারিয়ে সুস্থতার হার লক্ষ্যণীয়। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৬ জন। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন প্রত্যেকে। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৭৪৭।
ধারবাহিকভাবে করোনা বিধ্বস্ততায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। সেখানে এই মুহূর্তে সংক্রামিত ১ লক্ষ ৪৮ হাজার ৪৫৪ জন। মহারাষ্ট্রে মারণ রোগ করোনাভাইরাসের মোট বলি ১৪ হাজার ৭২৯ জন। হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত আংশিক লকডাউন বাড়িয়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী। তবে আগামী একমাস লকডাউনে সামান্য কিছুক্ষেত্রে ছাড় থাকবে বলে জানা গিয়েছে। তবে রবিবার সম্পূর্ণ লকডাউন বলবৎ থাকবে। আরও পড়ুন-Eid-ul-Azha 2020: জম্মু ও কাশ্মীর প্রশাসনের নির্দেশিকায় সরকারি কর্মীদের বকরি ঈদের ছুটি ১ ও ২ তারিখ
দেশের সমস্ত বড় শহরে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণের হার রীতিমতো ভয়াবহ। সংক্রমণের চেন ভাঙার জন্য বেশিভাগ রাজ্যেই আজ ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বলবৎ রয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকার দেশের অতিরিক্ত সংক্রামিত শহরগুলি থেকে কলকাতায় আন্তর্দেশীয় বিমান চলাচল বন্ধের বিধিনিষেধ আরও বাড়িয়ে দিল। মূলত সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমেদাবাদ থেকে কোনও বিমানের কলকাতায় অবতরণের অনুমতি নেই