Coronavirus Cases In India: ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন নতুন আক্রান্তকে নিয়ে সর্বাধিক দৈনিক সংক্রমণে ভারত

প্রতিটা দিন যেন নতুন রেকর্ড গড়ার খেলায় নেমেছে করোনাভাইরাস (Coronavirus Cases In India)। মঙ্গলবার যেখানে দৈনিক সংক্রমণ লাখের গণ্ডী টপকে গিয়েছিল।

ভারতে করোনা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৭ এপ্রিল: প্রতিটা দিন যেন নতুন রেকর্ড গড়ার খেলায় নেমেছে করোনাভাইরাস (Coronavirus Cases In India)। মঙ্গলবার যেখানে দৈনিক সংক্রমণ লাখের গণ্ডী টপকে গিয়েছিল। সোমবার সেখানে ১ লাখ ১৫ হাজার ছাড়াল নতুন আক্রান্তের সংখ্যা গতকাল সারাদিনে করোনায় সংক্রামিত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন। সবমিলিয়ে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ২৮ লাখ ১ হাজার ৭৮৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৬৩০ জন। যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৪৭৩। গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৮৫৬ জন। দেশে কোভিডে মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৬৬ হাজার ১৭৭ জনের। আরও পড়ুন-West Bengal Weather Update: আদ্রতায় ঘায়েল বঙ্গবাসী, রাত পোহালেই বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস

গত ৫ তারিখে দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৮৪৪। দেশে এখনও পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৮ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৪৭৪ জন। গত ২ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁদের টিকাকরণ শুরু করেছে সরকার। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। টিকাকরমে প্রথমে প্রাধান্য পেয়েছেন করোনা যোদ্ধা ও স্বাস্থ্য কর্মীরা। ১ মার্চ থেকে করোনা টিকাকরণের দ্বিতীয় দফা শুরু হয়েছে। সেখানে ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা ও ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে যাঁরা কোমর্বিডিটিতে ভুগছেন, তাঁরাই পেয়েছেন টিকা