PM Narendra Modi: করোনা মোকাবিলায় আরও একধাপ এগিয়ে ভারত, কলকাতা, নয়ডা এবং মুম্বইয়ে উদ্বোধন 'হাই থ্রুপুট' পরীক্ষাগারের
কলকাতা, নয়ডা এবং মুম্বই! তিন শহরে হাই থ্রুপুট পরীক্ষাগারের ডিজাটাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরীক্ষা আরও দ্রুত করার জন্য এবং প্রাথমিক স্তরেই রোগী শনাক্তকরণের জন্য এই ল্যাবটির সূচনা করা হয়। ল্যাবের উদ্বোধনের সময় মোদি বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য করোনা মোকাবিলায় ভারত খুব ভাল জায়গায় রয়েছে।
নয়াদিল্লি, ২৭ জুলাই: কলকাতা, নয়ডা এবং মুম্বই! তিন শহরে হাই থ্রুপুট পরীক্ষাগারের ডিজাটাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরীক্ষা আরও দ্রুত করার জন্য এবং প্রাথমিক স্তরেই রোগী শনাক্তকরণের জন্য এই ল্যাবটির সূচনা করা হয়। ল্যাবের উদ্বোধনের সময় মোদি বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য করোনা মোকাবিলায় ভারত খুব ভাল জায়গায় রয়েছে।
নরেন্দ্র মোদি বলেন, '১১ লাখ আইসোলেশন বেড রয়েছে দেশজুড়ে। আমাদের এখনও পর্যন্ত কমবেশি ১৩০০ টেস্টিং ল্যাব রয়েছে এবং প্রতিদিন ৫ লাখ করোনা টেস্ট হচ্ছে দেশজুড়ে।' পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একটি বিষয়ে আশ্বস্ত করে জানান, 'এই সমস্ত ল্যাবগুলি শুধুমাত্র করোনা পরীক্ষার জন্যই সীমাবদ্ধ থাকবে না। পরবর্তীকালে হেপাটাইটিস বি এবং সি, এইচআইভি এবং ডেঙ্গু পরীক্ষাও করা হবে এই পরীক্ষাগারগুলিতে।'
ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি।