Teesta Setalvad: গুজরাট দাঙ্গায় মোদীকে নিয়ে মিথ্যা অভিযোগ মামলায় তিস্তা সেতলবাদকে আত্মসমপর্ণের নির্দেশ
গুজরাট হাইকোর্টে খারিজ হল সমাজকর্মী তিস্তা সেতলবাদের ( Teesta Setalvad) জামিনের আবেদন।
আমেদাবাদ, ১ জুলাই: গুজরাট হাইকোর্টে খারিজ হল সমাজকর্মী তিস্তা সেতলবাদের ( Teesta Setalvad) জামিনের আবেদন। সঙ্গে তাঁকে থানায় আত্মসমর্পণের নির্দেশ দিল আদালত। ২০০২ গুজরাট দাঙ্গায় গোধরা কাণ্ডের পর নরেন্দ্র মোদী (Narendra Modi)-র নামে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের মামলায় গত বছর জুনে তিস্তাকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশের গোয়েন্দা শাখা।
সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গায় সম্পূর্ণ ক্লিনচিট দেওয়ার পরের দিন থেকেই সক্রিয় হয়ে সমাজকর্মী তিস্তা সেতলবাদ, আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট ও গুজরাটের প্রাক্তন ডিজিপি আরবি শ্রীকুমারের বিরুদ্ধে জাল নথি তৈরি করে ফাঁসানোর অভিযোগ গ্রেফতার করে।
দেখুন টুইট
পরে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে জামিন পান তিস্তা। কিন্তু তদন্তের স্বার্থের কথা বলে তিস্তাকে ফের হেফাজতে নিতে চায় গুজরাট পুলিশ। এরপর তিনি গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হলেও লাভ হল না। হাইকোর্ট তিস্তার জামিনের আবেদন বাতিল করে, আত্মসমর্পণের নির্দেশ দিল।