Hindu-Muslim Marriage Not Valid: 'হিন্দু, মুসলিম বিয়ে বৈধ নয়', জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট
হিন্দু মহিলা এবং মুসলিম পুরুষের বিয়ে যদি বিশেষ বিবাহ আইনের অন্তর্গত হয়, তাহলেও তা আইনি বৈধতা পাবে না বলে মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে জানানো হয়। মুসলিম পুরুষ এবং হিন্দু মহিলার বিয়েকে অনিয়মিত বিবাহ হিসেবে গণ্য করা হবে বলে জানায় আদালত।
ভোপাল, ৩০ মে: মুসলিম(Muslim) পুরুষ এবং হিন্দু (Hindu) মহিলার বিয়ে বৈধ নয়। ইসলামিক আইনে এই বিয়ে বৈধ নয়। এবার এমনই জানাল মধ্য়প্রদেশ হাইকোর্ট। মধ্য়প্রদেশ হাইকোর্টের তরফে এমনই রায় দেওয়া হয়েছে। বিচারপতি গুরপাল সিং আহলুওয়ালিয়া জানান, একজন মুসলিম পুরুষ এবং একজন হিন্দু মহিলার বিয়েকে অনিয়মিত বিবাহ হিসেবে গণ্য করা হয়। হিন্দু মহিলা এবং মুসলিম পুরুষের বিয়ে যদি বিশেষ বিবাহ আইনের অন্তর্গত হয়, তাহলেও তা আইনি বৈধতা পাবে না বলে মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে জানানো হয়। মুসলিম পুরুষ এবং হিন্দু মহিলার বিয়েকে অনিয়মিত বিবাহ হিসেবে গণ্য করা হবে বলে জানায় আদালত। এক দম্পতির আবেদনের ভিত্তিতে গত ২৭ মে এমনই রায় দেওয়া হয় মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে।
প্রসঙ্গত যে দম্পতি নিজেদের ভিন ধর্মে বিয়ের স্বীকৃতি চেয়ে আদালতের দ্বারস্থ হন, কনে পক্ষের পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির মেয়ে গয়না নিয়ে পালিয়েছেন। নিজের পছন্দের মুসলিম যুবকের সঙ্গে গাঁটছড়া বাঁধতেই তিনি বাড়ির গয়না নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ করা হয়। তবে ওই হিন্দু তরুণী নিজের ধর্ম পরিবর্তন করতে চাননি। অন্যদিকে মুসলিম যুবকও ধর্ম অপরিবর্তিত রেখে হিন্দু তরুণীর সঙ্গে বিয়ের আসরে বসতে চান বলে আদালতকে জানান।