Hemant Soren: লালু-তেজস্বীদের জেরার মাঝে এবার ইডির তলব ইন্ডিয়ার নেতা তখা মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেনকে
লোকসভা ভোটের আগে সক্রিয় ইডি। বিহারে রাজনৈতিক অস্থিরতার মাঝে লালুপ্রসাদ যাদব, তার পুত্র তেজস্বী যাদব ও কন্যা মিসা ভারতীকে দুর্নীতি মামলায় ইডি জেরা চালাচ্ছে।
দিল্লি, ২৯ জানুয়ারি: লোকসভা ভোটের আগে সক্রিয় ইডি। বিহারে রাজনৈতিক অস্থিরতার মাঝে লালুপ্রসাদ যাদব, তার পুত্র তেজস্বী যাদব ও কন্যা মিসা ভারতীকে দুর্নীতি মামলায় ইডি জেরা চালাচ্ছে। জমির বিনিময়ে চাকরির অভিযোগে লালুদের জেরা করছে কেন্দ্রীয় সংস্থা। এর মাঝেই ইন্ডিয়া শিবিবের নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি। জমি দুর্নীতিতে অর্থ পাচার মামলায় আগামী বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি জেএমএম প্রধান হেমন্তকে তলব করেছে ইডি। সূত্রের খবর, হিমন্ত কবে সময় দিতে পারবেন তা নিয়ে ই-মেল পাঠিয়েছিলেন ইডি কর্তারা। সেই মত হিমন্ত বৃহস্পতিবার জেরার মুখোমুখি হতে রাজি হন।
আর মাসখানেক পরেই লোকসভা ভোটের দিন ঘোষণা করতে পারে। তার আগে অরবিন্দ কেজরিওয়াল থেকে তেজস্বী যাদব, হিমন্ত সোরেন সহ ইন্ডিয়া শিবিরের বেশীর ভাগ নেতাদের তলব করছে কেন্দ্রীয় সংস্থাগুলি।
দেখুন খবরটি
বিরোধীদের অভিযোগে, অজিত পাওয়ার, একনাথ শিন্ডেরা বিরোধী থাকাকালীন তাদের বিরুদ্ধে যে আর্থিক কেলেঙ্কারির তদন্ত হচ্ছিল, সেগুলি বিজেপির সঙ্গে যোগদানের পর বন্ধ হয়ে গিয়েছে।