War-Like Stores In J&K: সন্ত্রাসের ছক বানচাল, কাশ্মীরে খোঁজ মিলল পাকিস্তানি টাকা এবং ওষুধ-সহ প্রচুর অস্ত্রের
ভূস্বর্গে ফের বড়সড় নাশকতার চক বানচাল করল ভারতীয় সেনা। খুঁজে পেল জঙ্গিদের লুকনো বড়স়ড় অস্ত্রভাণ্ডার। যেখান থেকে অন্য অনেক কিছুর মতন বাজেয়াপ্ত হয়েছে পাকিস্তানি টাকা ও ওষুধ।
শ্রীনগর: ভূস্বর্গে ফের বড়সড় নাশকতার চক বানচাল করল ভারতীয় সেনা (Indian Army)। খুঁজে পেল জঙ্গিদের লুকনো বড়স়ড় অস্ত্রভাণ্ডার (heavy war-like store)। যেখান থেকে অন্য অনেক কিছুর মতন বাজেয়াপ্ত হয়েছে পাকিস্তানি টাকা ও ওষুধ। গত ২১ অক্টোবর বারামুল্লার উরি সেক্টরে পাকিস্তানের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় নিরাপত্তরক্ষী সংস্থাগুলি।
শনিবার শ্রীনগরের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক এপ্রসঙ্গে জানা, কোডেড কথাবার্তাকে (tell-tale signs) শনাক্ত (identification) করে ২১-২২ অক্টোবর নির্দিষ্ট স্থানে (incident site) অভিযান চালানো হয়। সেখান থেকে ২টি একে সিরিজের রাইফেলস (two AK series rifles), ৬টি পিস্তল (six pistols), চারটি চাইনিজ গ্রেনেড 9 four Chinese grenades), ব্ল্যাঙ্কেট ও দুটো ডবল স্ট্রেন ব্যাগ পাওয়া যায়। যার মধ্যে পাকিস্তান (Pakistani currency notes) ও ভারতের টাকা আর পাকিস্তানি ওষুধ (medicines) ও খাবার পাওয়া গেছে। আরও পড়ুন:
দেখুন ভিডিয়ো: