Heavy Rain In Telangana: রাতভর ভারী বৃষ্টিতে একের পর এক দুর্ঘটনা! তেলেঙ্গানায় মৃত্যু ১৩ জনের
হায়দরাবাদের শামিরপেটে মোটরসাইকেল চালানোর সময় গাছ উপড়ে পড়ে মৃত্যু হয়েছে দুই ব্যাক্তির। মৃতদের নাম ধনঞ্জয় (৪৪) এবং নাগিরেড্ডি রামি রেড্ডি (৫৬)। কাজ সেড়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
হায়দরাবাদঃ বঙ্গে যখন চলছে রেমালের (Cyclone Remal) দাপট, তখন দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত। আর এর জেরে তেলেঙ্গানায় (Telangana) ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গতকাল, রবিবার রাতে হায়দরাবাদের (Hyderabad) বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়। লাগাতার ভারী বৃষ্টিতে নগরকুরনুল জেলাতেই ৭ জনের মৃত্যু হয়েছে। মেদাকে মৃত্যু হয়েছে ২ জনের। একই জেলা থেকে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে। রাস্তায় গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে ব্যাহত যান চলাচল।
হায়দরাবাদের শামিরপেটে মোটরসাইকেল চালানোর সময় গাছ উপড়ে পড়ে মৃত্যু হয়েছে দুই ব্যাক্তির। মৃতদের নাম ধনঞ্জয় (৪৪) এবং নাগিরেড্ডি রামি রেড্ডি (৫৬)। কাজ সেড়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে হাফিজপেট এলাকায়, প্রবল ঝড়ের কারণে প্রতিবেশীর বাড়ির ছাদের ইট পড়ে মহম্মদ রাশেদ (৪৫) এবং মহম্মদ সামাদ (৩)নামে দুই জন মারা গিয়েছেন। মেহবুবনগর, জোগুলাম্বা-গাদওয়াল, ওয়ানাপার্টি, ইয়াদাদ্রি-ভোঙ্গির, সাঙ্গারেড্ডি এবং ভিকারাবাদ জেলাতেও প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। রবিবার রাতভর চলে বৃষ্টিপাত। সোমবার সকালে আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টিপাতের খবর নেই।