Heavy Rain in Assam: অসমে ভারী বর্ষণ, জলমগ্ন গুয়াহাটির একাধিক রাস্তা, বন্যাকবলিত ৩৫টি গ্রাম

একদিকে বাংলাতে যখন তীব্র গরমের কয়েক পশলা বৃষ্টি হওয়ার কারণে স্বস্তি মিলেছে বৃহস্পতিবার, তখন অন্যদিকে বিগত কয়েকদিন ধরেই অসমে বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আর সেই কারণে জলমগ্ন অসমের একাধিক জায়গা। জলের তলায় ৩৫টি বেশি গ্রাম। আজ সকালে গুয়াহাটির (Guwahati,) একাধিক জায়গায় বৃষ্টি হওয়ার কারণে একাধিক রাস্তায় জল জমেছে। গুয়াহাটির রাজগড় এবং অনিল নগরে রাস্তাগুলি জলমগ্ন হওয়ার কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। সমস্যায় পড়েছে বহু মানুষ। অন্যদিকে যে গ্রামগুলি বন্যা কবলিত হয়েছে সেখানে গ্রামবাসীদের জন্য ত্রাণসামগ্রী পাঠানোর ব্যবস্থা করছে প্রশাসন। সেই সঙ্গে জলস্তর কমানোর কাজও শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

নগাঁও-এর এক গ্রামবাসী জানিয়েছেন, এই নিয়ে দ্বিতীয়বার বন্যার সম্মুখীন হয়েছি আমরা। প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি। খাদ্যাভাব দেখা দিয়েছে। পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। আমরা কয়েকদিনের মধ্যেই ফসল কাটতাম। কিন্তু সব নষ্ট হয়ে গিয়েছে। সমস্ত সবজি নষ্ট হয়েছে। সময়মতো ত্রাণ পাওয়া যাচ্ছে না। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। প্রশাসন ত্রাণ শিবিরে আমাদের রেখেছে।

প্রসঙ্গত, এই মরসুমে অসমবাসী দ্বিতীয়বার বন্যার সম্মুখীন হয়েছেন। এবারে ১০৮৯ হেক্টর চাষযোগ্য জমি নষ্ট হয়েছে। এখনও পর্যন্ত এই বন্যায় মৃত্যু হয়েছে ৩০ জনের। ৫৫ হাজারের বেশি গবাদি পশু জলে তলিয়ে গিয়েছে। নিখোঁজ অসংখ্য মানুষ। ৩৫টি গ্রামে মোট ৪৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তাতে আশ্রয় নিয়েছেন ৫ হাজার ১১৪ জন মানুষ।



@endif