Cyclone Fengal:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গাল ’, তামিলনাড়ুতে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

রাজ্যের বিভিন্ন প্রান্তে ১,৬৩৪টি ত্রাণশিবির খোলা হয়েছে। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় মজুত জেনারেটর এবং নৌকা।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গাল(Cyclone Fengal) ’। যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে(Tamil Nadu)। আজ, বুধবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার থেকে বন্ধ থাকবে স্কুল এই মর্মে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল তামিলনাড়ু প্রশাসন। সেই মতোই আজ বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আর এর প্রভাবে দুর্যোগের পূর্বাভাস তামিলনাড়ুর আট জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়। ইতিমধ্যেই দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় মঙ্গলবারই উচ্চ পর্যায়ের বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এলাকায় এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ১,৬৩৪টি ত্রাণশিবির খোলা হয়েছে। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় মজুত জেনারেটর এবং নৌকা।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গাল ’, তামিলনাড়ুতে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান