Uttarakhand Flood: উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি, জলমগ্ন নৈনিতাল, এলাকাবাসীদের সতর্ক করল পুলিশ

দিন যত গড়াচ্ছে ততই উদ্বেগজনক পরিস্থিতি হয়ে উঠছে উত্তরাখণ্ডে। একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে এই রাজ্যে। যে কারণে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।

দিন যত গড়াচ্ছে ততই উদ্বেগজনক পরিস্থিতি হয়ে উঠছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে এই রাজ্যে। যে কারণে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টি বাড়তে পারে নৈনিতালে। এমনিতেই জলমগ্ন নৈনিতালের একাংশ। এরপরেও যদিও বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে অনুমান স্থানীয় প্রশাসনের। সেই কারণে নৈনিতালের বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষদের সতর্ক করতে মাইকিং করছে পুলিশ প্রশাসন। পাশাপাশি এলাকার থানাগুলিকেও বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, নৈনিতালের পাশাপাশি আরও পাঁচ জেলায় জারি লাল সতর্কতা। এর মধ্যে চম্পাবত, বাগেশ্বর, উধম সিং নগর, পিথোরাগড়, আলমোড়াতে বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে বন্যা পরিস্থিতি। অবিরাম বৃষ্টিপাতের কারণে গঙ্গোত্রী, ভাগিরথী ও অলোকানন্দা নদীর জল ফুঁসছে। জলে ভাসছে বদ্রিনাথ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খুলে রাখা হয়েছে ত্রাণ শিবির।

উত্তরাখণ্ডের পাশাপাশি অসম, হিমাচল প্রদেশেও বন্যা পরিস্থিতি অব্যাহত। সবথেকে খারাপ অবস্থা অসমে। বিভিন্ন জেলায় জলের তলায় একাধিক এলাকা। কাজিরাঙা জাতীয় উদ্যান জলমগ্ন। অসংখ্য মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। হিমাচল প্রদেশে একটানা বৃষ্টির কারণে পরিস্থিতি বেশ ভয়াবহ হয়েছে।